শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

POK | সরকার বিরোধী বিক্ষোভে জ্বলছে POK, নতুন করে মৃত্যু ৮ জনের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাক সরকারের বিরুদ্ধে ক্ষোভে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। হাজার হাজার জনতা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে। এরই মধ্য বুধবার পাক সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের হিংসাত্মক বিক্ষোভের পর আটজন অসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে বাগ জেলার ধীরকোটে ৪ জন নিহত হয়েছেন, মুজাফফরাবাদে আরও ২ জন এবং মিরপুরে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার মুজাফফরাবাদ থেকে আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে মৃতের মোট সংখ্যা ১০জনে দাঁড়িয়েছে।

সোমবার মৌলিক অধিকার অস্বীকারের প্রতিবাদে আওয়ামী অ্যাকশন কমিটির (ACC) নেতৃত্বে পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ চলাকালীন সংঘর্ষ শুরু হয়। বাজার, দোকানপাট এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, পাশাপাশি পরিবহন পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবারও বিক্ষোভকারীরা পাকিস্তানি পুলিশদের উপর পাথর ছুঁড়ে তাদের যানবাহনকে পিছু হটতে বাধ্য করে, ভিডিওতে দেখা গেছে, লাঠি হাতে বিক্ষোভকারীরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে স্লোগানও দিচ্ছে। বিক্ষোভকারীদের ৩৮ দফা দাবি রয়েছে যার মধ্যে রয়েছে পাকিস্তানে কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত পাক অধিকৃত কাশ্মীর বিধানসভার ১২টি আসন বাতিল করা। স্থানীয়রা যুক্তি দিচ্ছেন, যে এই ধরনের কোটা প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থাকে দুর্বল করে দেয়।

এএসি নেতা শওকত নওয়াজ মীর জানিয়েছেন, ‘৭০ বছরেরও বেশি সময় ধরে আমাদের জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। হয় অধিকার প্রদান করুন, নয়তো জনগণের ক্রোধের মুখোমুখি হোন।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি পূরণ না করলে তাঁরা যে সরকারকে কোনঠাসা করতে যেকোনও পদক্ষেপ নিতে প্রস্তুত বলে স্পষ্ট করেন মীর।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের শহরগুলিতে ভারী সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে পাক সরকার। অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে, সমগ্র অঞ্চলে ইন্টারনেটের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে বিক্ষোভ কেবল মুজাফফরাবাদ বা পাক অধিকৃত কাশ্মীরে সীমাবদ্ধ নয়। বিদেশেও প্রতিরোধের কিছু ঝলক দেখা যাচ্ছে। ব্রিটিশ কাশ্মীরিরা বিক্ষোভে যোগ দিয়েছেন, লন্ডনে পাকিস্তানি হাইকমিশন এবং ব্র্যাডফোর্ডে তাদের কনস্যুলেটের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা পাকিস্তান সরকারের কাছে তাঁদের উত্থাপিত ৩৮টি দাবি মেনে নিতে আর্জি জানিয়েছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Richa Ghosh | ইডেনে রিচাকে বিরাট সংবর্ধনা, বিশ্বকাপজয়ীকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার সিএবি-এর তরফে (Cricket Association...

India vs Australia | বৃষ্টিতে পণ্ড শেষ ম্যাচ, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবহাওয়ার বাধায় শেষ পর্যন্ত সিরিজের...

Bihar Polls Phase 1 | প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল বিহারে! চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল...

BDO Prasanta Barman | বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক ও বন্ধু গ্রেপ্তার! ঘটনার ১২ দিনের মাথায় অ্যাকশনে পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দত্তাবাদে (Duttabad) স্বর্ণ ব্যবসায়ী খুনের...