শনিবার, ১২ জুলাই, ২০২৫

Kasba Gang Rape | পুলিশ কিছু লুকোচ্ছে, অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদারের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ কিছু লুকোতে চাইছে বলে অভিযোগ করেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার। রবিবার অর্চনা মজুমদার যেখানে ঘটনা ঘটেছিল সেই এলাকা পরিদর্শনে যান। অর্চনা দেবীর অভিযোগ পুলিশ প্রশাসন তাঁর তদন্তে সহায়তা করেনি, এবং ভিকটিম ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতেও বাধা দেওয়া হয়েছে। অর্চনাদেবী জানান, তিনি সকাল থেকে চেষ্টা করলেও কোথাও পুলিশ প্রবেশ করতে দিচ্ছে না। চারপাশে ব্যারিকেড করে রাখা হয়েছে। উপরের তলা থেকে নিচ পর্যন্ত সমস্ত ঘরে তালা ঝুলছে। এমনকি নির্যাতিতাকেও লুকিয়ে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

অর্চনা দেবী জানান, গতকাল রাত ১২টা পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশি তৎপরতা চলেছে, অথচ আজ ডেপুটি কমিশনার জানাচ্ছেন—ভিকটিম কোথায় আছেন, পুলিশ জানে না। কমিশনের সদস্য হিসেবে তিনি এদিন ডিসি নর্থ ও ডিসি সাউথ উভয়ের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু তাঁদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে অভিযোগ অর্চনাদেবীর।

উল্লেখ্য, কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসককে নৃশংস ধর্ষণ ও হত্যার এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও আরেকটি ভয়াবহ ঘটনায় কেঁপে উঠেছে কলকাতা। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতা আইন কলেজের ক্যাম্পাসে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মোবাইল ফোন থেকে অপরাধের ভিডিও ক্লিপিং পাওয়া গেছে। ঘটনায় প্রধান অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা এবং বহু নেতা-নেত্রীর ঘনিষ্ঠ। তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে, চন্দ্রিমা ভট্টাচার্য সকলের ছবি ভাইরাল হয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলতে চান। কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করতে পারলেও নির্যাতিতার খোঁজ তিনি পাননি।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Venomous snake ‘Jhankalai’ | সাপের সঙ্গে মানুষের সহবস্থান! পূর্ব বর্ধমানের সাতটি গ্রামে দেবীজ্ঞানে পূজিত বিষধর ‘ঝাঁকলাই’  

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমানঃ কারও কাছে তিনি পরিচিত ‘ঝাঁকলাই’ নামে,...

Dinhata | বাইক নিয়ে রোমিওদের স্টান্টবাজি! দুর্ঘটনার কবলে ছাত্রীবোঝাই টোটো

দিনহাটা: প্রায়ই নয়ারহাট হাইস্কুলের ছাত্রীদের উওক্ত করতো একদল তরুণ।...

Dilip Ghosh | কলকাঠি নাড়ছে সংঘ! শমীক জমানায় কি ফের স্বমহিমায় দিলীপ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুভেন্দু-সুকান্ত জমানায় যা বাধাপ্রাপ্ত হচ্ছিল,...

Kanchan Mallick | ‘দাদাগিরি করতে যাইনি’, চিকিৎসককে হুমকি বিতর্কে সাফাই কাঞ্চনপত্নী শ্রীময়ীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিকিৎসককে হুমকি বিতর্ক নিয়ে ফেসবুক...