দিনহাটা: বিশৃঙ্খলা এড়াতে সরস্বতীপুজোর দিন দিনহাটার বিভিন্ন এলাকা থেকে নানা কারণে ১০ থেকে ১২ জন নাবালককে আটক করল পুলিশ। স্কুল বা কলেজের পড়ুয়াদের মধ্যে বরাবরই এদিনের উৎসবকে ঘিরে বিশেষ উদ্দীপনা দেখা যায়। বাইকের বেপরোয়া গতি, হেলমেটহীন যাত্রা সহ আরও কিছু কারণে তাদের এদিন আটক করে দিনহাটা থানার পুলিশ। পরে অবশ্য কোনও আইনি ব্যবস্থা না নিয়ে অভিভাবকদের ডেকে বুঝিয়ে সকলকে ছেড়ে দেওয়া হয়।
এদিন এলাকার বিভিন্ন রাস্তাতেই দেখা যায়, দুরন্ত গতিতে বাইক চালাচ্ছে কিছু নাবালক। আবার কোথাও একই বাইকে হেলমেটহীন অবস্থায় তিন–চারজন সওয়ার। পুজোর দিনে যাতে এলাকার কোথাও কোনও বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে তার জন্যই শহরের প্রত্যেকটি জায়গায় বিশেষ নজরদারি চালায় পুলিশ। থানার আইসি জয়দীপ মোদক জানান, দিনহাটা শহরের গার্লস স্কুল ও তার সামনের এলাকা এবং গোসানিমারি শাল বাগান থেকেও কয়েকজন নাবালককে আটক করা হয়েছিল।
এইভাবেই দিনভর কড়া হাতে ধরপাকড় করতে দেখা গেল দিনহাটা থানার পুলিশকে। দিনহাটা গার্লস স্কুল, সংহতি ময়দান, দিনহাটা মহাবিদ্যালয়, থানার দিঘি মোড় সহ বিভিন্ন জায়গায় পুলিশের টহলদারি চলেছে। আইসি ও তাঁর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী শহরের বেশ কয়েকটি জায়গায় হেঁটেও ঘোরেন। তাঁদের এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন অভিভাবকরা। পাপিয়া রায় নামে এক অভিভাবক জানান, পুলিশের টহলদারির প্রয়োজন ছিল।