গয়েরকাটা: বাড়ির উঠোন হোক বা সংলগ্ন জমি, লুকিয়ে রমরমিয়ে চলছিল নিষিদ্ধ গাঁজার চাষ। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে চাষ করা লক্ষাধিক টাকার গাঁজা নষ্ট করল পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বানারহাট (Banarhat) ব্লকের শালবাড়ি-১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় বানারহাট থানার পুলিশ। পূর্ব দুরামারি ও কেরানিপাড়া গ্রামে চলে অভিযান। সেই অভিযানেই গ্রামের বিভিন্ন জায়গায় হওয়া বিপুল গাঁজা গাছ কেটে নষ্ট করা হয়। নিষিদ্ধ হওয়ায় চাষের জমিতে গাঁজা চাষ করা হয় না। তার পরিবর্তে লাউ, লংকা, বেগুন গাছের আড়ালেই গাঁজা চাষ করছিলেন গ্রামবাসীরা। পুলিশ তা জানতে পেরে নষ্ট করে দেয় গাছগুলি। পুলিশ সূত্রে খবর, নষ্ট করা গাঁজার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা।