বামনগোলা: ভারত- বাংলাদেশ সীমান্তের ১৫৯ নম্বর ব্যাটেলিয়নের খুটাদহ এলাকায় প্রহরারত এক বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার। মৃতদেহ উদ্ধার হয় মালদা জেলার বামনগোলা থানা এলাকার হাড়িয়া নদী থেকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই জওয়ানের নাম বিবেক তিওয়ারি(২৯)। তিনি উত্তরপ্রদেশের আজমগড় জেলার বাসিন্দা ছিলেন। তবে সঠিক কি কারণে ওই জওয়ানের মৃত্যু হয়েছে তা অবশ্য স্পষ্ট নয় এখনও। যদিও অনেকেই মনে করছেন, পাচারকারীদের রুখতে গিয়েই অতর্কিত হমালার জেরে মৃত্যু হয়েছে ওই জওয়ানের। সেক্ষেত্রে ধোঁয়াশা কাটাতে তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।
প্রসঙ্গত, পাচারকারীদের দৌরাত্ম্য়ে রাশ টানতে যথেষ্ট তৎপর বিএসএফ। সম্প্রতি বিএসএফের ১৫৯ ব্যাটেলিয়নের জওয়ানদের ছোড়া গুলিতে জখম হয় এক বাংলাদেশি গোরু পাচারকারীর। বর্তমানে সে চিকিৎসাধীন কলকাতার হাসপাতালে। অন্য়দিকে, গত শনিবার ভোরে গোরু পাচার রুখতে গিয়ে বাংলাদেশি পাচারকারীদের হামলার মুখে পড়ে জওয়ানরা। সেসময় বিএসএফের তরফে ছোড়া গুলিতে মৃত্য়ু হয় এখ বাংলাদেশি গোরু পাচারকারীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বাড়ছে রহস্য। পাচারকারীদের রুখতে গিয়েই কি তাঁর মৃত্যু হয়েছে? সেই প্রশ্নের উত্তর অবশ্য এখন অধরা।