অন্ডাল: রেল কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও অবধি কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেই খবর। ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের অণ্ডাল থানার ১৩ নম্বর রেল কলোনির। ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সত্যেন্দ্র কুমার ভাস্কর (৪০)। পূর্ব রেলের আসানসোল ডিভিশনে সিনিয়র সহকারী লোকো পাইলট হিসেবে কর্মরত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বিহারের পাটনার বাসিন্দা হলেও কর্মসূত্রে রেল কলোনির আবাসনে থাকতেন। প্রায় মাস দুই যাবৎ তিনি সেখানে একাই থাকতেন। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি পাটনায় রয়েছেন। জানা গিয়েছে, মঙ্গলবার ডিউটি সেরে আবাসনে ফেরার পর সত্যেন্দ্র কুমারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁর স্ত্রী। এরপর স্থানীয়রাও ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে সদুত্তর না মেলায় এদিন সকালে ওই আবাসনে পৌঁছোন স্থানীয়রা। সেখানে পৌঁছোতেই তাঁদের নজরে পড়ে ওই রেল কর্মীর ঘরের দরজা খোলা। ভেতরে পরে রয়েছে তাঁর নিথর দেহ। রয়েছে ক্ষত চিহ্নও। ঘটনায় খুনের আশঙ্কা করেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি শুরু হয় তদন্ত।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (অণ্ডাল) তাহেদ আনোয়ার বলেন, ‘মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’