উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সরকারবিরোধী আন্দোলনে উত্তাল পাকিস্তান। সোমবার ভোরে মুরিদকেতে পুলিশের গুলিতে কমপক্ষে ১৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০-রও বেশি। অন্যদিকে, সংঘর্ষে প্রায় ৬০ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর।
কট্টরপন্থী সংগঠন ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ (TLP) দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। ‘আমেরিকার হাতের পুতুল’ হয়ে বসে থাকা শাহবাজ শরিফ, আসিম মুনিরদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার থেকে পথে নেমেছে তারা। আন্দোলন দমনে কঠোর নীতি নিয়েছে পাক সরকার।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে ইসলামাবাদের উদ্দেশে মিছিলের জন্য মুরিদকেতে জড়ো হয়েছিলেন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর সমর্থকরা। টিএলপি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পঞ্জাব পুলিশ সেখানে অভিযান চালায়। এরপর বিক্ষোভকারীরা পুলিশের নির্দেশ উপেক্ষা করে যানবাহন এবং কন্টেনার দিয়ে প্রধান রাস্তা অবরোধ করেন। পুলিশ তাঁদের সরে যেতে বললে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
গুলিবর্ষণ করে পঞ্জাব পুলিশ। ছোড়া হয় শেল, কাঁদানে গ্যাস। পুলিশের গুলি এবং সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে স্থানীয় টিএলপি নেতারা দাবি করেছেন। তাঁদের বেশ কয়েকটি যানবাহন এবং কন্টেনারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
টিএলপির অভিযোগ, আমেরিকার মদতে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। অথচ পাকিস্তান সরকার তার বিরোধিতা না করে আমেরিকার হাতের পুতুল হয়ে কাজ করছে। শাহবাজ ও মুনিরের এমন আচরণের বিরুদ্ধেই ইসলামাবাদে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক দেওয়া হয় টিএলপির তরফে। কড়া হাতে এই বিক্ষোভ দমন করছে শাহবাজ শরিফের প্রশাসন।

