উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে যাদবপুর। এবার যাদবপুর ক্যাম্পাসের (Jadavpur University) দেওয়ালে ‘আজাদ কাশ্মীর’ (Azad Kashmir) লেখা স্লোগান ঘিরে বিতর্ক দানা বাঁধল। প্রশ্ন উঠেছে যাদবপুর কি তাহলে দেশদ্রোহীদের আস্তানা হয়ে উঠেছে? এই পোস্টার চোখে পড়তেই তার ছবি তুলে নিয়ে গেছে পুলিশ। রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছের একটি বিল্ডিংয়ের দেওয়ালে ‘আজাদ কাশ্মীর,’ ‘ফ্রি প্যালেস্তাইন’ (Free Palestine) লেখা হয়েছে। তার সঙ্গে রয়েছে অন্যান্য দেওয়াল লিখনও। তলায় লেখা রয়েছে অতিবাম ছাত্র সংগঠন পিডিএসএফের নাম। যদিও এই দেওয়াল লিখন খুব সাম্প্রতিক কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
গত ১ মার্চ যাদবপুর ক্যাম্পাসে ওয়েবকুপার সম্মেলন ঘিরে অশান্তির সূচনা হয়। অভিযোগ, সম্মেলনে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের হাতে আক্রান্ত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার গাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। উলটে আন্দোলনকারী এক পড়ুয়াকে চাপা দেওয়ার অভিযোগ ওঠে ব্রাত্য বসুর গাড়ির চালকের বিরুদ্ধে। জখম হয়েছে আরও এক পড়ুয়া। এরপর থেকেই উত্তাল যাদবপুর। তারই মধ্যে নতুন বিতর্কের জন্ম দিল আজাদ কাশ্মীর লেখা এই দেওয়াল লিখন। তবে এর আগেও যাদবপুরে অতিবাম ছাত্র সংগঠনের তরফে আজাদ কাশ্মীরের স্লোগান দেওয়া হয়েছে। যা নিয়ে রিপোর্ট চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। এবার সক্রিয় হয়েছে কলকাতা পুলিশ। অতিবাম ছাত্র সংগঠন পিডিএসএফের নেতা কারা রয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের কর্মসূচি সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই তাদের নেতৃত্বকে তলব করে স্লোগানকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেছে তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি। অন্যদিকে স্লোগান লেখার বিরোধীতা করলেও মামলা না করে আলোচনাতেই বিষয়টি মিটিয়ে নেওয়া যেত বলে মনে করছে এসএফআই।