কলকাতা: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্য পুলিশ মেডেলে ভূষিত করা হবে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশকর্তাদের। কলকাতা পুলিশের ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, ডিআইজি (নিরাপত্তা) আভারু রবীন্দ্রনাথ ও মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি দিব্যজ্যোতি দাসকে এই সম্মান দেওয়া হবে। প্রশংসনীয় কাজের জন্য প্রতি বছর পুলিশ মেডেল সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। এবার রাজ্য পুলিশের এই চার শীর্ষ আধিকারিক এই সম্মান পেতে চলেছেন।
মে মাসে রাজভবনে কর্মরত এক মহিলা কর্মীর শ্লীলতাহানি কাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ ওঠে। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। সেই ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। সেই দলের নেতৃত্বে ছিলেন কলকাতা পুলিশের ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তাই তাঁকে এই সম্মান প্রদান নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এই ঘটনায় ডিসিপি একটি তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন। তাঁর তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ডিসিপি ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল। সাংবিধানিক রক্ষাকবচে তাঁদের তদন্তের এক্তিয়ার নিয়ে রাজ্যপাল প্রশ্ন তোলেন। তারপরও ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওই বিশেষ তদন্তকারী দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিসিটিভি ফুটেজ জমা দেয়। সাংবিধানিক প্রধানের চাপের কাছেও ডিসিপি নতিস্বীকার করেননি। তাই ওয়াকিবহাল মহলের মতে, এই কাজেরই পুরস্কার দেওয়া হচ্ছে ইন্দিরা মুখোপাধ্যায়কে। যা ঘুরিয়ে রাজ্যপালের কাছেও একপ্রকার বার্তা।