উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কসবার ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা রাজ্য (Kasba Rape Case)। শনিবারই ওই নির্যাতিতা ছাত্রীকে ঘটনাস্থলে নিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ (Reconstruction) করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ হয়েছে। পুরো পুনর্নির্মাণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের হাতে সিসিটিভির যে ফুটেজ (CCTV Footage) এসেছে, তাতেও অভিযুক্তদের উপস্থিতি ধরা পড়েছে।
কসবা গণধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কলেজের নিরাপত্তারক্ষীও। ওই নিরাপত্তারক্ষীর ঘরেই ছাত্রীটিকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। নির্যাতিতা অভিযোগপত্রে, তিনজনের নাম উল্লেখ করেছিলেন। যাদের মধ্যে একজন তাঁকে ধর্ষণ করে। আর বাকি দু’জন বাইরে পাহাড়ায় ছিল। অভিযোগ দায়ের করার পরদিনই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগপত্রে নির্যাতিতা এও জানিয়েছিলেন, নিরাপত্তারক্ষীর কাছে সাহায্য চেয়েও কোনও সাহায্য পাননি তিনি। এই নিরাপত্তারক্ষীকে প্রথমে আটক করেছিল পুলিশ। পরে গ্রেপ্তার করা হয়।
পুলিশের কাছে নির্যাততার বয়ান অনুযায়ী, গত ২৫ জুন, বুধবার দুপুর সাড়ে ৩টে থেকে রাত ১০টা ৫০ পর্যন্ত সময়ের মধ্যে কলেজ ক্যাম্পাসে ধর্ষণের ঘটনাটি ঘটে। ওই ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। সেটাই বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। তাতে অভিযুক্তদের উপস্থিতি ধরা পড়েছে। এমনকি নির্যাতিতার বয়ানের সঙ্গে ফুটেজেরও প্রাথমিকভাবে মিল পাওয়া গিয়েছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। বর্তমানে সিট বিভিন্ন তথ্য সংগ্রহ, ফুটেজ বিশ্লেষণ করে সমস্ত দিক খতিয়ে দেখছে। সেই সঙ্গে ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।