সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বোধোদয়! চুরি করা হাতির দাঁত ফিরিয়ে দিল দুষ্কৃতীরা

শেষ আপডেট:

কিশনগঞ্জ: চুরি যাওয়া হাতির দাঁত ফিরিয়ে দিয়ে গেল দুষ্কৃতীরা! রবিবার সকালে কিশনগঞ্জের দিঘলব্যাংকের কামাত ইটভাটা গ্রামে ভুট্টা খেত থেকে সেটি উদ্ধার করে পুলিশ। দাঁতটি এদিন জেলার বনকর্তা উমানাথ দুবের হেপাজতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিঘলব্যাংক থানার আইসি সঞ্জীব কুমার।

স্থানীয় সূত্রের খবর, ১৪ এপ্রিল ধনটোলা গ্রাম পঞ্চায়েতের কামাত ইটভাটা গ্রামে একটি দলছুট বুনো দাঁতালের অস্বাভাবিক মৃত্যু হয়। বন দপ্তরকে পাঠানো স্থানীয়দের ছবিতে হাতিটির দুটি দাঁতই অক্ষত দেখা গিয়েছে। ঘটনার দিন মৃত হাতি দেখতে আশপাশের এলাকা ও নেপালের বহু মানুষ ভিড় করেছিলেন। সেইসময় কেউ রটিয়ে দেয়, বুনোদের একটি দল সেখানে আসছে। তখন ঘটনাস্থলে ভিড় জমানো লোকজন পালিয়ে যান। অভিযোগ, সেই সুযোগে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মৃত হাতির বাম দিকের দাঁত কেটে চুরি করে পালায়। এই মর্মে বনাধিকারিক উমানাথ দুবে ১৮ এপ্রিল দিঘলব্যাংক থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে পুলিশ প্রথমে ডগ স্কোয়াডের সাহায্য নেয়। পরে একজন সন্দেহভাজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। তবে জারি থাকে তল্লাশি অভিযান। এদিন পুলিশ খবর পায়, কামাত ইটভাটা গ্রামে ভুট্টা খেতে হাতির দাঁত পড়ে আছে। পুলিশ সেখানে গিয়ে দাঁতটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয়। বন দপ্তর সূত্রের খবর, ছবি মিলিয়ে দেখা গিয়েছে দাঁতটি মৃত হাতিটিরই। পুলিশের অনুমান, দাঁত উদ্ধারে লাগাতার তল্লাশি চলছিল। চাপে পড়েই দুষ্কৃতীরা চুরি যাওয়া হাতির দাঁত ফিরিয়ে দিয়ে গিয়েছে।

 

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Debangshu Bhattacharjee | ভোটের আগে ব্ল্যাকমেল করে কোনও লাভ হবে না, হুমায়ুন কবিরকে কড়া বার্তা দেবাংশুর         

বহরমপুর: ভোট আসলেই দলকে ব্ল্যাকমেল করতে ময়দানে নেমে পড়েন...

Raiganj | দাগি হয়েও ইন্টারভিউতে ডাক চাকরিহারা শিক্ষককে! গোপন ব্যাপার ফাঁস করে দিলেন স্ত্রী

দীপঙ্কর মিত্র,রায়গঞ্জ: ‘দাগি’ শিক্ষকের তালিকায় নাম থাকা সত্বেও এবার...

Sukanta Majumder | ‘এসআইআর নিয়ে ভয়ের কারণ নেই’, সীমান্তের মানুষকে অভয়বাণী সুকান্তর

হিলি: বিশেষ নিবিড় সংশোধনি নিয়ে সীমান্তের মানুষকে অভয়বাণী কেন্দ্রীয়...