হরিশ্চন্দ্রপুরঃ এক শিশুকন্যাকে অপহরণের চেষ্টা রুখল পুলিশ। শিশুকন্যাকে উদ্ধারের পাশাপাশি এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কোতল গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই অপহরণের চেষ্টা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, পার্শ্ববর্তী গ্রাম থেকে বাবা-মায়ের সঙ্গে দাদুর বাড়িতে এসেছিল তিন বছরের ওই নাবালিকা। এদিন সে ভাই বোনেদের সঙ্গে রাস্তায় বেরিয়ে ছিল আইসক্রিম নেওয়ার জন্য। সেই সময় হঠাৎ মোটর বাইকে করে দুই যুবক এসে ওই নাবালিকাকে নিয়ে চম্পট দেয়। বিষয়টি নজরে আসতেই এলাকার মানুষ পিছু ধাওয়া করে অপহরণকারীদের। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ হরিশ্চন্দ্রপুর থেকে বেরোনোর সব গুলো পথ ঘিরে ফেলে। পার্শ্ববর্তী চাঁচল থানার পুলিশকেও খবর দেওয়া হয়। বিহারের বিভিন্ন নাকা চেকপোস্টে নজরদারি বাড়িয়ে দেয় পুলিশ। তারপরেই জালে আসে অপহরণকারীরা। পুলিশকে দেখে মোটরবাইক থেকে ওই নাবালিকাকে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় অপহরণকারীদের পিছু নিয়ে একজনকে আটক করতে সমর্থ হলেও অপরজন পালাতে সক্ষম হয়।
হরিশ্চন্দ্রপুর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে মেলে এই সাফল্য। ধৃতের নাম ছোটন নাগ। বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। এর আগেও বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল ওই যুবক। অন্যদিকে মোটরবাইক থেকে ফেলে দেওয়ার ফলে মাথায় চোট পায় ওই শিশুকন্যা। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। পরিবারের লোকেরাও সেখানে পৌঁছায়। হাসপাতাল সূত্রে খবর, শিশুকন্যার শারীরিক অবস্থা যথেষ্টই স্থিতিশীল। মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে পরিবারের লোকেরা।
উল্লেখ্য, এর আগেও ঠিক একই কায়দায় এক ব্যবসায়ীর সন্তানকে অপহরণ করা হয়ে ছিল। সেক্ষেত্রেও কয়েক ঘণ্টার মধ্যে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পার্শ্ববর্তী জেলা থেকে উদ্ধার করে ছিল। তবে এবার এলাকা থেকে বেরোনোর আগেই অপহরণের ছক ভেস্তে দিল পুলিশ। পলাতক অপহরণকারীর খোঁজে চলছে তল্লাশি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপহরণের কারণ নিয়ে। শুরু হয়েছে তদন্ত।

