খড়িবাড়ি: ফের কনটেনারে করে অবৈধভাবে মোষ পাচারের ছক বানচাল করল খড়িবাড়ি পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তের চেক্করমারিতে নাকা তল্লাশি চলাকালীন ৪৪টি মোষসহ একটি কনটেনার আটক করে পুলিশ। ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, এদিন গভীর রাতে গাড়িটি বিহার থেকে ৩২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে অসমের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তের চেক্করমারিতে কনটেনারটি আটক করে পুলিশ। এরপর তল্লাশি চালাতেই কনটেনারটির থেকে উদ্ধার হয় ৪৪ টি মোষ। গাড়ির চালকের কাছে মোষগুলির কোনও বৈধ কাগজপত্র না থাকায় ঘটনাস্থল থেকেই চালককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত হাবিবুল রহমান(৩৮) উত্তর দিনাজপুরের ডালখোলার বাসিন্দা। ধৃতকে আজ দুপুরে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।