মালদাঃ ভোটে ডিউটি দিতে গিয়ে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। পঞ্চায়েত ভোটের সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর মুন্সিটোলা ৪২৭ নম্বর বুথে। মৃত পুলিশকর্মীর নাম প্রশান্ত কর্মকার(৫৮)। তিনি মালদা জেল পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, মালদা শহরের ঘোড়া পীর এলাকার বাসিন্দা প্রশান্ত কর্মকার শুক্রবার বিকেলেই নিরাপত্তার দায়িত্ব সামলাতে চলে আসেন বৈষ্ণবনগর মুন্সিটোলা ৪২৭ নম্বর বুথে। ভোট শুরুর আগেই তিনি শারিরীক অসুস্থতা বোধ করতে থাকেন। কর্তব্যরত অবস্থাতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রশান্ত কর্মকারের।
ভোটগ্রহন কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পু্লিশকর্মীর, ঘটনায় চাঞ্চল্য বৈষ্ণবনগরে
শেষ আপডেট:

