ফালাকাটা: গত শনিবারের (North Bengal Flood) বৃষ্টির জেরে আলিপুরদুয়ার (Alipurduar) ১ ব্লকের শালকুমারহাট ও পলাশবাড়ি এলাকায় এখনও আতঙ্ক কাটেনি। শালকুমারহাটে শিসামারা নদীর জল বাঁধ ভেঙে ঢুকে পড়েছে নেপালিবস্তি, নতুনপাড়া, প্রধানপাড়া সহ আরও বেশকিছু গ্রামে। জল নামতেই পলিতে ক্ষতিগ্রস্থ একাধিক ঘরবাড়ি ও চাষের জমি। অথচ শালকুমার ১ ও শালকুমার ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারিভাবে কোনও ফ্লাড শেল্টার নেই। বন্যা পরিস্থিতির কারণে শালকুমারহাটে একটি সরকারি ফ্লাড শেল্টারের দাবি তুলেছেন স্থানীয়রা। রবিবার রাতে ওই এলাকায় তিনটি স্কুলে অস্থায়ীভাবে ত্রাণ শিবির খোলা হয়েছিল।
পলাশবাড়িতে বহু পুরোনো একটি ফ্লাড শেল্টার আছে। ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কের পাশেই এই ফ্লাড শেল্টারটি তৈরি হয়েছিল ১৯৮২ সালে। কিন্তু এখন সেটির অবস্থা চরম বেহাল। দরজা,জানালা ভেঙে রয়েছে। যেখানে সেখানে পড়ে রয়েছে জঞ্জাল। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা বা রাতের দিকে এই ফ্লাড শেল্টারে নেশার আসর বসে। তাস খেলাও চলে। যেখানে সেখানে মদের বোতল পরে থাকতেও দেখা গেছে। পানীয় জলের ব্যবস্থা নেই৷ বিদ্যুৎ পরিষেবাও নেই। দুইতলা ফ্লাড শেল্টারের উপরে বড় বড় দুটি ঘর রয়েছে। দুই ঘরেই শৌচাগার আছে। কিন্তু সেগুলি ব্যবহারের অযোগ্য। এছাড়া ফ্লাড শেল্টারের ছাদের পলেস্তরাও খসে পড়ছে। এই পরিস্থিতিতে পলাশবাড়ির এই ফ্লাড শেল্টার (Flood shelter) সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসীরা। যদিও স্থানীয় পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনের উপরমহলে জানাবে বলে আশ্বাস দিয়েছে।

