ভ্যাটিকান সিটি: পোপ ফ্রান্সিস (Pope Francis) মায়ানমারের কারাবন্দি নেত্রী আং সান সু কি-কে (Aung San Suu Kyi) ভ্যাটিকানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিলেন। ইতালির সংবাদমাধ্যম মঙ্গলবার এই তথ্য উল্লেখ করে জানিয়েছে, সু কি’র ছেলের সঙ্গে পোপ রোমে সাক্ষাৎ করেছেন। তখন তাঁর প্রস্তাবের কথা জানান। পোপ বলেছেন, ‘আমি সু কি’র মুক্তি চেয়েছি। দেখা করেছি তাঁর ছেলের সঙ্গে। ভ্যাটিকানে (Vatican) আশ্রয়ের জন্য প্রস্তাব দিয়েছি।’ সু কি পুত্র কিম অ্যারিস জানিয়েছেন, পোপের প্রস্তাবে তাঁর মা খুশি হবেন। দুর্নীতি ও কোভিড মহামারি বিধি না মানায় ২৭ বছরের কারাবাস হয় মায়ানমারের নেত্রীর। ২০২১ সালে ১ ফেব্রুয়ারি তাঁকে ক্ষমতাচ্যুত করে জুন্টা।