উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শারীরিক অবস্থা ‘জটিল’। আশঙ্কাজনক খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস (Pope Francis)। শারীরিক জটিলতার পাশাপাশি রয়েছে ফুসফুসে সংক্রমণ। নিউমোনিয়ায় (Pneumonia) আক্রান্ত তিনি। ইতালির (Italy) রোমের (Rome) জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, ৮৮ বছর বয়সি পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা উদ্বেগজনক। একাধিক পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল পোপকে। মঙ্গলবার সিটিস্ক্যান করা হয়। সেখানে ধরা পড়ে, তাঁর দুটি ফুসফুসই নিউমোনিয়ায় আক্রান্ত। পাশাপাশি বুকের এক্স-রে সহ আরও যেসব পরীক্ষা করানো হয়েছিল তার রিপোর্টও খুব একটা ভালো নয়। ভ্যাটিকানের তরফে জানানো হয়, ব্রঙ্কাইটিসের সমস্যার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পোপকে। তাঁর শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে। অসংখ্য মানুষ শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন বলেও জানানো হয়, যা পোপকে আপ্লুত করেছে। চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন।