উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছবির শুটে ঢাকার বাইরে গিয়েছিলেন পরীমণি। সেখানে শুট চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। সেখান থেকে তড়িঘড়ি তাঁকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। সংবাদমাধ্যমকে একথা জানান পরীমণির স্বামী শরিফুল রাজ। বর্তমানে অভিনেত্রীর করোনার উপসর্গ রয়েছে।
জানা গিয়েছে, বুধবার শুটিং হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী আগের দিনই ইউনিটে যোগ দেন পরীমণি। শুটিং শুরু হলে অসুস্থ বোধ করেন তিনি। এরপর অবস্থার আরও অবনতি ঘটে। ফলে তাঁকে তড়িঘড়ি ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন শরিফুল রাজ। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
আরও পড়ুন :অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিয়ের পিঁড়িতে পরীমণি, রইল ছবি…