উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা সাহিত্যে নক্ষত্রপতন। প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায় (Prafulla Roy)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সাহিত্যিক। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৩৪ সালে বর্তমান বাংলাদেশের (Bangladesh) ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫০ সালে ভারতে চলে আসেন। দীর্ঘ সময়কালে বহু উপন্যাস, ছোটগল্প লিখেছেন। কেয়াপাতার নৌকা (২০০৩), শতধারায় বয়ে যায়, উত্তাল সময়য়ের ইতিকথা (২০১৪), নোনা জল মিঠে মাটির প্রতিটি অক্ষর যেন সাড়া ফেলেছিল পাঠক মহলে। তাঁর লেখাকে অবলম্বন করে ইতিমধ্যে একাধিক টেলিফিল্ম তৈরি হয়েছে। ‘আকাশের নেই মানুষ’ উপন্যাসের জন্য বঙ্কিম পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া উপন্যাস ক্রান্তিকালের জন্য পান সাহিত্য একাডেমি পুরস্কার। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সাহিত্য জগতে।