নিউজ ব্যুরো: দাবা বিশ্বকাপের ফাইনালে হারলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। বৃহস্পতিবার তিনি টাইব্রেকারে বিশ্বের এক নম্বর দাবাড়ু তথা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে প্রতিযোগিতায় রানার্স হয়েছেন। হারলেও তিনি যে আগামীর তারকা, সেই ছাপ রেখে গেলেন। প্রথম দু’টি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হওয়ায় খেলা টাইব্রেকারে গড়িয়েছিল। সেখানেই হারলেন প্রজ্ঞানন্দ।
এদিন সমানে সমানে লড়াই চলছিন। কিন্তু মাঝে একটি চাল দিতে গিয়ে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞানন্দ। বিশেষজ্ঞদের মতে, ২৫ মিনিটের খেলায় এই একটি চালই তাঁকে কার্যত পিছিয়ে দেয়। সময় কমতে থাকায় চাপে পড়ে খেলায় ভুল করতে শুরু করেন প্রজ্ঞা। এই সুযোগটাই নেন কার্লসেন। প্রজ্ঞার ভুলের সুযোগ নিয়ে ২.৫-১.৫ পয়েন্টের ব্যবধানে দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেন কার্লসেন। অন্যদিকে, প্রজ্ঞানন্দ যেভাবে গোটা টুর্নামেন্টে খেলেছেন, সেজন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন সকলে।