উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জামিন পেলেও জেলেই থাকতে হবে জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে (Prashant Kishore)। বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। নতুন করে এই পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা। এই পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন প্রশান্ত কিশোর। পড়ুয়াদের দাবি আদায়ে গত ২ জানুয়ারি পাটনার (Patna) গান্ধি ময়দানে আমরণ অনশনে বসেন পিকে। সোমবার ভোর ৪টে নাগাদ তাঁর অনশনমঞ্চে হানা দেয় পুলিশ। জোর করে সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
প্রশান্ত কিশোর গ্রেপ্তার হলেও সোমবার তাঁকে জামিন দেয় আদালত। ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়। কিন্তু জামিনের শর্ত মানতে চাননি পিকে। জামিনের শর্তে বলা হয়, এমন অপরাধ তিনি আর করবেন না। কিন্তু প্রশান্ত কিশোর মানতে চাননি তিনি কোনও অপরাধ করেছেন। তিনি বলেন,‘ আমি কোনও অন্যায় করিনি। ধর্নায় বসা ও আন্দোলন করা আমার অধিকার। ভবিষ্যতে আমি যদি কোনও আন্দোলন করি তবে এই শর্তের ভিত্তিতে পুলিশ আমাকে গ্রেপ্তার করবে।’ আদালতের কাছে পিকের আইনজীবী আর্জি জানান, জামিনের শর্তনামা থেকে নির্দিষ্ট ওই শর্তটি বাদ দেওয়ার জন্য। কিন্তু আদালত তাতে রাজি হয়নি। ফলে জামিন পেয়েও জেলেই যেতে হয় প্রশান্ত কিশোরকে। তাঁর আইনজীবী জানিয়েছেন, পিকের জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।