রাজ্য

Uttar Malda TMC | মৌসম বদল গয়া, প্রসূনকে প্রার্থী করতেই উত্তর মালদাজুড়ে চর্চা

সৌম্যজ্যোতি মণ্ডল, মালদা: মৌসম বদল গয়া। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরে উত্তর মালদার (Uttar Malda TMC) অলিতে গলিতে এখন এটাই চর্চা। কারণ উত্তর মালদা লোকসভা কেন্দ্র গঠনের পর থেকে গত লোকসভা ভোট পর্যন্ত এই কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি। তিনবারের প্রার্থী এবং দুবারের সাংসদ। গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর তৃণমূলের তরফে রাজ্যসভায় সাংসদ করে পাঠানো হয় মৌসমকে। স্বাভাবিকভাবেই এবারও প্রার্থীর চর্চায় ছিলেন রুবি কন্যা। জেলায় দলের একাংশের মধ্যে তাঁকেই প্রার্থী করার জোরালো দাবি উঠেছিল। অন্যদিকে, প্রার্থীর দৌড়ে ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসিও। মৌসম (Mausam Benazir Noor) এবং রহিমকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল কর্মীদের অন্দরেই। আর সেই দ্বন্দের কারণেই আভাস মিলেছিল প্রার্থী পরিবর্তনের। বহিরাগত অরাজনৈতিক বা হেভিওয়েট কোনও মুখকে প্রার্থী করার সম্ভাবনা সামনে এসেছিল। মার্চের ৯ তারিখ সেই খবর প্রকাশিত হয় উত্তরবঙ্গ সংবাদ-এ। সেই খবরেই সিলমোহর পড়ল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেন রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। যিনি রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদে ছিলেন। তার আগে মালদা এবং বালুরঘাটে পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন। মালদা রেঞ্জের ডিআইজির পদেও ছিলেন।

বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল প্রসূনকে নিয়ে। শুক্রবার তিনি ইস্তফা দেওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়। অবশেষে উত্তর মালদা দখলের জন্য একদা মালদার পুলিশ সুপারের দায়িত্ব সামলে যাওয়া প্রসূনের ওপরেই ভরসা করলেন মমতা। যিনি বহিরাগত হলেও মালদাকে যথেষ্ট কাছ থেকে চেনেন। মালদার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও ওয়াকিবহাল। পুলিশকর্তা ছাড়াও অভিনেতা এবং লেখক হিসেবেও খ্যাতি রয়েছে তাঁর। তবে উত্তর মালদায় তৃণমূল কর্মীরা সর্বসম্মতিক্রমে প্রার্থী হিসেবে তাঁকে কতটা মেনে নেবেন, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও প্রসূনকে প্রার্থী হিসেবে পেয়ে খুশি বলে দাবি করেছেন জেলা নেতৃত্ব।

অন্যদিকে, জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘মালদার সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ। মালদায় থাকাকালীন বিভিন্ন কাজ করেছি। মালদার ইতিহাস নিয়ে ছবি করেছি। সাধারণ মানুষের সঙ্গেও যোগাযোগ রয়েছে। তাই প্রতিপক্ষ যেই থাকুক জয় নিয়ে কোনও সমস্যা হবে না।’

জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসি বলেন, ‘দুই আসনেই প্রার্থীতে আমরা খুশি।’ রাজ্যসভার সাংসদ মৌসম নূরের মতে, ‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করেছেন। আমি তো রাজ্যসভাতে আছিই। উত্তর মালদায় আমরা জিতব।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি…

3 mins ago

Cyclone Remal | ‘রেমাল’ কি আছড়ে পড়বে বঙ্গে? ভয় ধরাচ্ছে মে মাস

শিলিগুড়ি: ২০০৯ সালের ২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘আয়লা’।…

17 mins ago

Siliguri | রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ফেলো শিলিগুড়ির সাত্ত্বিক

সানি সরকার, শিলিগুড়ি: বাইরের গ্রহের বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশ করতে…

40 mins ago

IPL-2024 | গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতল দিল্লি, লখনউকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলেন পন্থরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে আইপিএলের গ্রুপ লিগের যাত্রা শেষ করল দিল্লি…

10 hours ago

Narendra Modi | নরেন্দ্র মোদি লাখপতি নন, নেই বাড়ি-গাড়ি, প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমান কত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর…

11 hours ago

Kylian Mbappe | রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে বড় স্বীকৃতি! এবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব এমবাপের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পিএসজি ছেড়ে এবার কিলিয়ান এমবাপে পাড়ি দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। গত সাত…

11 hours ago

This website uses cookies.