Saturday, January 18, 2025
Homeউত্তরবঙ্গদক্ষিণ দিনাজপুরSouth Dinajpur | গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যেতে নাভিশ্বাস প্রসূতিদের

South Dinajpur | গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যেতে নাভিশ্বাস প্রসূতিদের

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: সুস্বাস্থ্যকেন্দ্র অথচ সেখানে যেতে হিমসিম খেতে হয় রোগী ও তার পরিবারের সদস্যদের। কারণ, বেহাল রাস্তা। বালুরঘাট সহ জেলার একাধিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যাওয়ার রাস্তার একই হাল। পাকা রাস্তা থেকে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তাই বেহাল। বছরের অন্য সময় তবু কাজ চলে। বর্ষাকালে নাভিশ্বাস ওঠে। মূল সমস্যা হয় গর্ভবতীদের। স্বাস্থ্য দপ্তরের তরফে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।

স্বাস্থ্য পরিকাঠামোর দিক থেকে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) পিছিয়ে পড়া জেলা হিসেবেই পরিচিত। জেলায় এখনও মেডিকেল কলেজ গড়ে ওঠেনি। গ্রামের মানুষ গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপরেই ভরসা করেন। স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে হাসপাতাল অনেক দূরে। ফলে গ্রাম থেকে দূরের হাসপাতালে আসতে চান না রোগীরা। জেলায় ২৭৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সেখানে পৌঁছতেই সমস্যা হয়। সম্প্রতি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি নজরে আনেন। এরপরেই তিনি এই সমস্যাগুলো মেটাতে উদ্যোগী হয়েছেন। জেলাজুড়ে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলির অধিকাংশই প্রত্যন্ত গ্রামে। সেখানকার কেন্দ্রগুলির ভবন স্থানীয়দের দেওয়া জমির উপরেই তৈরি হয়। যার অধিকাংশের যাতায়াতের সঠিক রাস্তা নেই।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরজুড়ে এরকম এইচডব্লিউসির সংখ্যা ৩০৭টি। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় দশ শতাংশ কেন্দ্রে রাস্তা নেই। অবশ্য জেলা পরিষদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, চলতি আর্থিক বছরের মধ্যে এই সমস্ত রাস্তা তৈরি করা হবে। জেলা সিএমওএইচ ডাঃ সুদীপ দাসের কথায়, ‘স্বাস্থ্য দপ্তরের স্থায়ী সমিতির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। প্রায় ৮৩টি স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের রাস্তা বেহাল রয়েছে। জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজ হবে।’

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহসভাপতি অম্বরিশ সরকারের আশ্বাস, ‘স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যাতায়াতের জন্য সিসি রোড তৈরির জন্য দ্রুত পদক্ষেপ করা হবে।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | পাঞ্জিপাড়া কাণ্ডের পর সতর্ক প্রশাসন, শিলিগুড়ি কোর্টের নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশিকা   

0
শিলিগুড়িঃ সংশোধনাগার থেকে শুরু করে কোর্ট লকআপ, পাঞ্জিপাড়ার ঘটনার পরেই একাধিক নির্দেশ এসেছে রাজ্য প্রশাসনের ওপর মহল থেকে। এই পরিস্থিতিতে শিলিগুড়ি মহকুমা আদালতের নিরাপত্তাকে...

Raiganj | নাম বিভ্রাট! বন্ধু সন্দীপের সঙ্গে মজা করতে গিয়ে হুমকি ফোন প্রশাসক সন্দীপকে,...

0
রায়গঞ্জ: মালদায় (Malda) তৃণমূল (TMC) নেতা দুলাল সরকার (Dulal Sarkar) ওরফে বাবলাকে গুলি করে খুনের পর এবার খুনের হুমকি পেলেন রায়গঞ্জ (Raiganj) পুরসভার প্রশাসক সন্দীপ...

Leopard death | ফের গতির বলি! বেঙ্গল সাফারি পার্কে এনেও বাঁচানো গেল না জখম...

0
বাগডোগরা: হাজার প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না গাড়ির ধাক্কায় গুরুতর জখম চিতাবাঘটিকে। বৃহস্পতিবার রাতে বাগডোগরা-ঘোষপুকুর সড়কের মাঝে গয়াগঙ্গা চা বাগানের সামনে চিতাবাঘটিকে গাড়ি চাপা...

Raiganj | মুখ্যমন্ত্রীর ছবি হাতে প্রাথমিক বিদ্যালয় সংসদে যোগ দিলেন চেয়ারম্যান

0
রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসলেন মহম্মদ নাজিমুদ্দিন আলি। এদিন দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে মিছিল করে...

Gurap rape-murder case | ৫৫ দিনের মাথায় গুড়াপ ধর্ষণ-খু্নে ফাঁসির সাজা, জন্মদিনেই বিচার পেল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জন্মদিনেই বিচার পেল নির্যাততা। হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত। ঘটনার ৫৫ দিনের মাথায়...

Most Popular