চাঁচল: সামনেই প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এবারও জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং চাঁচল মহকুমা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হতে চলেছে দিনটি। তাই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে ঘিরে চাঁচল বাহাদুর শাহ জাফর স্টেডিয়ামে চলছে পুলিশি মহড়া। কুচকাওয়াজ, হরস ফায়ারিং ও গান প্যারেডের মধ্য দিয়ে পালিত হবে দিনটি।চাঁচল মহকুমা শাসক কল্লোল রায় জানিয়েছেন, সংক্রমণ রুখতে এবার কাটছাঁট করা হয়েছে একাধিক অনুষ্ঠান। পাশাপাশি ১৫ বছরের ঊর্ধ্বে ছেলেমেয়েরাই অনুষ্ঠানে অংশ নিতে পারবে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে ঘিরে এমনই বিধিনিষেধ আরোপ করেছে মহকুমা প্রশাসন। অনুষ্ঠানের দায়িত্বে থাকা কালচারাল কমিটির সদস্য তথা চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলের সহ-শিক্ষক পার্থ চক্রবর্তী জানান, মাস্ক ছাড়া কাউকে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না। সকলকে স্যানিটাইজ করে তারপর প্রবেশ করতে দেওয়া হবে। তারজন্য বসানো হবে স্যানিটাইজার টানেল। খুব অল্প সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করা হবে।
আরও পড়ুন : বরফের চাদরে ঢাকল সান্দাকফু-ধোত্রে