ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই জানা গিয়েছিল করোনার প্রতিষেধক কোভ্যাকসিন এবং কোভিশিল্ড খোলা বাজারে নিয়ে আসার কথা হচ্ছে। সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের পক্ষ থেকে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল এর কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, করোনা(CORONA) প্রতিষেধক খোলা বাজারে এলে তার দাম কত হবে? আর তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই আলোচনা। সূত্রের খবর, যাতে সবাই করোনার প্রতিষেধক হাতে পায় সামর্থ্য অনুযায়ী সে কথা মাথায় রেখে টিকার দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটিকে। যে কোন সংস্থার টিকা একই দামে যাতে বিক্রি করা হয়য়, সেকথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে প্রতি টিকার দাম থাকবে ২৭৫ টাকা, আর তার সাথে যুক্ত হবে অতিরিক্ত দেড়শ টাকা। বর্তমানে বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের প্রতি টিকার দাম ১২০০ টাকা এবং কোভিশিল্ডের প্রতি টিকার দাম ৭৮০ টাকা। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, খোলা বাজারে যদি টিকা আসে, তাহলে অন্তত দামের দিক থেকে অনেক সহজলভ্য হয়ে উঠবে।
আরও পড়ুনঃ দেশজুড়ে আজ থেকে শুরু টিকার বুস্টার ডোজ