Tuesday, April 23, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গকেজি প্রতি দাম ২ লক্ষ ৭০ হাজার! দুষ্প্রাপ্য ‘মিয়াজাকি’ আম ফলালেন কোচবিহারের...

কেজি প্রতি দাম ২ লক্ষ ৭০ হাজার! দুষ্প্রাপ্য ‘মিয়াজাকি’ আম ফলালেন কোচবিহারের দম্পতি

কোচবিহার: বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি। জাপানি প্রজাতির এই আমের দাম ভারতীয় টাকায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। এবার উত্তরবঙ্গের কোচবিহারের মাটিতে এই বহুমূল্য মিয়াজাকি আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক দম্পতি। অভিজিৎ সরকার ও রাখি সরকার নামে উত্তর খাগড়াবাড়ির বাসিন্দা ওই দম্পতি নিজের বাড়ির বাগানে আপেল, আঙুর, হরেক রকমের ফল-ফুলের পাশাপাশি জাপানি প্রজাতির মিয়াজাকি আম ফলিয়েছেন। যা দেখতে ভিড় করছেন অনেকেই।

ছোট থেকেই বাগানের শখ অভিজিৎবাবুর। পেশায় কোতোয়ালি থানার পুলিশ এই আধিকারিক ও তাঁর স্ত্রী রাখিদেবী মিলে বাড়িতেই বাগান তৈরি করেছেন। প্রায় ৪০০ গাছ রয়েছে। বাগানের কোথাও ধরে রয়েছে আপেল আবার কোথাও আঙুর। এলাচ, স্ট্রবেরি, সবেদা, বেল, কমলা, মোসাম্বি সহ বহু প্রজাতির ফুলের গাছও রয়েছে। তবে সবচেয়ে নজর কেড়েছে মিয়াজাকি আম। বছরখানেক আগে টাকাগছের এক নার্সারির মালিক পঙ্কজ দে সরকারের কাছ থেকে আড়াই হাজার টাকায় একটি মিয়াজাকি আমের চারা এনে লাগান। পঙ্কজবাবু জানান, জাপানি প্রজাতির এই আম আগে ভারতের একমাত্র মধ্যপ্রদেশে পাওয়া যেত। এখন সেখান থেকে কিছু জায়গায় চারা পাঠানো হয়। তাঁরা নদিয়া থেকে চারা এনে অভিজিৎবাবুর বাগানে বুনেছিলেন। বর্তমানে অবশ্য বাংলাদেশের কিছু জায়গাতেও এই আম পাওয়া যায়।

বাগানে চারা রোপণের পর বছরখানেক ধরে তার পরিচর্যা শেষে গাছে মুকুল আসে। রাসায়নিক সার সেখানে ব্যবহার করা হয়নি। গোবর সার, খইল ভেজানো জল ও সবজি পচা জল দেওয়া হয় গাছের গোড়ায়। দু’দিন পর পর গোটা গাছকে জল দিয়ে স্নান করানো হয়। কিছু মুকুল ও ছোট আম ঝরে পড়লেও বর্তমানে গাছে তিনটি আম রয়েছে। এই আমের আঁটি খুবই ছোট। শাঁস থাকে বেশি। বেগুনি, কালচে ও সবুজের সংমিশ্রণের এই আমের এক-একটির ওজন ৩০০-৪০০ গ্রাম পর্যন্ত হয়। কিছুদিন আগে বীরভূমের একটি মসজিদে মিয়াজাকি প্রজাতির আম হয়েছিল। ১০ হাজার ৬০০টাকায় একটি আম বিক্রি হয়। সাধারণত এধরণের আম নিলামেই বিক্রি হয়। তবে নিজেদের শখে চাষ করা আম নিলাম করতে চান না সরকার দম্পতি। গাছ পরিচর্যার ফাঁকে রাখী সরকার বলেছেন, তারা শখের জন্যই বাগানে গাছ লাগিয়েছেন। তবে এটি বিক্রি করবেন না। আম পাকার পর পরিবার, প্রতিবেশীদের নিয়ে আমটি অল্প অল্প করে খাবেন বলেই আশায় রয়েছেন তাঁরা।

বর্তমানে আমের মরশুম চলছে। বাজারজুড়ে বাহারি ধরণের আম। তার মাঝেই কোচবিহারের মাটিতে জাপানি আমের চাষের খবরে কৃষকমহলেও যথেষ্ট আলোড়ন পড়েছে। জেলা উদ্যান ও পালন বিভাগের আধিকারিক বিপ্লব সরকার বলেন, ‘এই প্রজাতির আমে কপার, সালফার সহ পুষ্টিগুণ অনেক বেশি থাকে। তাছাড়া এই প্রজাতির আম দুষ্পাপ্য হওয়ায় এর দাম এতো বেশি।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Elephant Attack | হাতির হানায় তছনছ কলা বাগান-ভুট্টা খেত

0
ফালাকাটা: হাতির হানায় ক্ষতিগ্রস্ত কলা বাগান ও ভুট্টা খেত। সোমবার মাঝরাতে ফালাকাটা ব্লকের কালীপুর ও আলিপুরদুয়ার-১ ব্লকের পারপাতলাখাওয়া গ্রামে জলদাপাড়া বনাঞ্চল থেকে ৫-৬টি হাতির...

ব্রাহ্মণী তলিয়ে যাচ্ছে অভিমানের অতলে

0
অজিত ঘোষ ‘বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে...।’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছোটনদী’র বর্ণনায় যেসমস্ত নদীর উল্লেখ করা চলে তাদের মধ্যে অন্যতম ব্রাহ্মণী নদী৷ ‘নদীর পাড়ে বাস, ভাবনা...

বরাকে বাঙালির ভোট সহজ ও জটিল

0
গৌতম হোড় অসমের বরাক উপত্যকায় এলে মনে হবে পশ্চিমবঙ্গের কোনও একটা শহরে এসেছি। দোকানপাটের নাম বাংলায় লেখা। সর্বত্র কানে আসবে বাংলা ভাষায় কথোপকথন। বরং...
Earthquake

Taiwan Earthquake | তাইওয়ানে বার বার কম্পন, আতঙ্ক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে বার বার কেঁপে উঠছে তাইওয়ানের মাটি (Taiwan Earthquake)। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একাধিকবার কম্পন অনুভূত হয়েছে। রিখটার...

Helicopter Crash | মাঝআকাশে নৌসেনার দুই হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত ১০

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণের সময় মাঝআকাশে নৌসেনার দুই হেলিকপ্টারের সংঘর্ষ (Helicopter Crash)। এর জেরে মৃত্যু হল ১০ জনের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার (Malaysia)...

Most Popular