রাজ্য

Primary Health Center | দুর্ঘটনায় জখমদের দ্রুত চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র চালু পুলিশের

বেলাকোবা: জাতীয় সড়কে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য পুলিশের তরফে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হল। শিলিগুড়ি-জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে কোনও দুর্ঘটনা ঘটলে আহতদের যাতে দ্রুত প্রাথমিক চিকিৎসা করা হয় সেই কথা মাথায় রেখেই জলপাইগুড়ি পুলিশের তরফে রাজগঞ্জের ফাটাপুকুর মোড়ে উদ্বোধন হল প্রাথমিক সেবা স্বাস্থ্যকেন্দ্র। সেই সঙ্গে ৫০ জনকে হেলমেট বিতরণ করা হয়। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার সহ অন্যান্যরা।

শিলিগুড়ি-জলপাইগুড়ির জাতীয় সড়কের ফাটাপুকুর মোড়, তালমা, গন্ডার মোড় সহ একাধিক স্থান দুর্ঘটনাপ্রবণ। এবার কোনওরকম দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত প্রাথমিক চিকিৎসা করা যায় তার জন্যই এই সেবাকেন্দ্র বলে জানা গিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন জানান, এই সেবাকেন্দ্রে বেড, হুইল চেয়ার এবং অক্সিজেনের ব‍্যবস্থাও থাকছে। শুধু দুর্ঘটনা নয়, জাতীয় সড়কে চলাচলকারী কোনও বাইক কিংবা লরি অথবা বাস চালক সহ যাত্রীর যাতায়াতের সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পরলে তারাও এখানে চিকিৎসা করাতে পারবেন। সেবাকেন্দ্রের পাশাপাশি নম্বর যুক্ত একটি টোটো অ‍্যাম্বুল্যান্সেরও ব‍্যবস্থা করা হয়েছে। যেখানে প্রাথমিক চিকিৎসার পরও কারও শারীরিক অবস্থার অবনতি কিংবা গুরুতর আহত হয় সেক্ষেত্রে সেই টোটো অ‍্যাম্বুল্যান্স দ্রুত স্থানীয় রাজগঞ্জ মগরাডাঙ্গি হাসপাতালে পৌঁছে দেবে রোগীকে। জেলা পুলিশের এই উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, ‘এর ফলে সাধারণ মানুষের সুবিধা হবে।’ এমন কোনও পরিষেবা উত্তরবঙ্গের অন‍্য কোনও জেলায় আছে কিনা জানা নেই বলে মন্তব্য করেন রাজগঞ্জ আইসি পঙ্কজ সরকার।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Madhyamik result | আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ, কোন সাইটে নজর রাখবেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, আজ…

12 mins ago

IPL-2024 | ব্যর্থ ঋতুরাজের লড়াই, ৭ উইকেটে পঞ্জাবের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে পঞ্জাবের কাছে ৭ উইকেটে হেরে গেল চেন্নাই সুপার কিংস।…

7 hours ago

Recruitment scam | ২০২০ সালের নিয়োগেও দুর্নীতি! মেধা তালিকায় দ্বিতীয় হয়েও মেলেনি চাকরি, বিস্মিত বিচারপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০১৬ সালের পর এ বার প্রশ্ন উঠল ২০২০ সালের স্কুল সার্ভিস…

9 hours ago

Viral Post | ধনী ঘরের ছেলে চাই, মেয়ের ঘটকালির জন্যই তিন লক্ষ টাকা খরচ বাবার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রসঙ্গ যখন সন্তানের বিয়ের, তখন বাবা-মায়েরা সবথেকে ভালো পাত্র-পাত্রীর খোঁজ করেন।…

9 hours ago

Kunal Ghosh | ‘যিনি চাকরি বিক্রিতে যুক্ত তিনি এখনও রাজ্যের মন্ত্রী’, বিস্ফোরক ‘অপসারিত’ কুণাল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করায় দলীয় পদ থেকে কুণাল ঘোষকে…

9 hours ago

Weather Report | অবশেষে স্বস্তি, ঝড়বৃষ্টিতে ভাসল রাজ্যের উপকূলবর্তী এলাকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে তীব্র তাপপ্রবাহ থেকে মিলল স্বস্তি।  আগামী দুই থেকে তিন ঘণ্টার…

10 hours ago

This website uses cookies.