Top News

আসিয়ান সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাকার্তা কেঁপে উঠল ‘মোদি মোদি’ স্লোগানে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্দোনেশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসিয়ান-ইন্ডিয়া শীর্ষ সম্মেলন এবং ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার তিনি পৌঁছন ইন্দোনেশিয়ায়।বিমানবন্দরে নমো কে অভ্যর্থনা জানান জাকার্তায় বসবাসকারী প্রবাসী ভারতীয়রা। চারপাশে ‘মোদি মোদি’, ‘বন্দেমাতরম’ স্লোগান ধ্বনিত হতে থাকে।

এদিন ভোরে ইন্দোনেশিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী বলেন, ‘আসিয়ান সামিটে সহ-সভাপতিত্ব করা ভারতের জন্য গর্বের এবং সম্মানের। এই সম্মেলন ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ পূর্ব এশিয়ার দেশগুলি সংক্রান্ত নীতি বা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বজায় রাখতে সাহায্য করে। আমাদের এই সহযোগিতার চার দশক পূর্ণ হয়েছে। গত বছর আমরা ভারত-আসিয়ান বন্ধুত্ব উদযাপন করেছি। এই সম্মেলন আয়োজনের জন্য প্রেসিডেন্ট জোকো উইডোডোকে আন্তরিক শুভেচ্ছা।’

ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে সকলের দৃষ্টি আটকে রয়েছে আসিয়ান-ইন্ডিয়া শীর্ষ সম্মেলনের দিকেই। ২০২২ সালে ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে অ্যাসোসিয়েশন বা আসিয়ান গোষ্ঠীর কৌশলগত অংশীদারিত্ব তৈরি হয়।গত বছর হওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের পর ইন্দোনেশিয়া সফরে প্রথম পা রাখলেন প্রধানমন্ত্রী।এই সম্মেলনের মাধ্যমে আসিয়ান-ইন্ডিয়ার সম্পর্কের অগ্রগতি,অংশীদারিত্বের ভবিষ্যত,আঞ্চলিক ও আন্তর্জাতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ একাধিক বিষয় নিয়েও আলোচনা হবে ভারত-সহ আসিয়ান দেশগুলির নেতারা।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্দোনেশিয়ার এই সম্মেলন থেকে প্রতিবেশী দেশ চিনের উপর নজর রাখছেন মোদি।ভারতে চিনা আগ্রাসান রুখে দিতে পূর্ব এশিয়ার দেশগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। ভারত-চিন সীমান্ত নিয়ে বেজিংয়ের সঙ্গে চরম দ্বন্দ্ব ভারতের। এত সব কিছুর মধ্যে চিনের পক্ষ থেকে যে নতুন ম্যাপ প্রকাশ করা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। শুধু যে ভারত একাই মানচিত্র নিয়ে বিরোধিতা করেছেন তা নয়, এই তালিকায় রয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপিন্স, ব্রুনেই, ইন্দোনেশিয়া।উল্লেখ্য এই দেশগুলিই আবার আসিয়ান-ইন্ডিয়া সামিটের সদস্যও।এখন দেখার নরেন্দ্র মোদির এই প্রয়াস কতটা সফল হয়।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Dev’s road-show | তৃণমূল প্রার্থী প্রসূনের সমর্থনে রতুয়ায় দেবের রোড-শো, যানজটে নাজেহাল সাধারণ মানুষ

রতুয়াঃ শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দেব। এদিন…

4 hours ago

Bengal Pro T20 League | উন্মোচন হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফির, প্রাক্তনীদের মঞ্চে ডেকে নিলেন সৌরভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। শুক্রবার…

5 hours ago

High Madrasah result | হাই মাদ্রাসার ফলপ্রকাশ, ৭৭৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রামনগরের সাহিদুর

গাজোলঃ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় আবার জয়জয়কার গাজোলের রামনগর হাই মাদ্রাসার। এবারে এই মাদ্রাসা থেকে রাজ্যের…

6 hours ago

Achievement | ক্যানসার জয় করে মাধ্যমিকে সফল দিনহাটার রাখি, ছাত্রীর কৃতিত্বে খুশি স্কুল কর্তৃপক্ষ

দিনহাটাঃ শরীরে বাসা বেধে ছিল মারণ রোগ ক্যানসার, কিন্তু তাতে দমানো যায়নি দিনহাটা জ্ঞানদাদেবী গার্লস…

6 hours ago

সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা, জখম ৩ শ্রমিক

গয়েরকাটা: সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে স্টিলের গার্ডারে চাপা পড়ে গুরুতর জখম হলেন…

6 hours ago

Madhyamik Result | বাবা ঠিকা শ্রমিক, সৌরদ্বীপের পড়াশোনায় অন্তরায় আর্থিক অনটন

জামালদহ: এক কামরার ভাড়া বাড়ি। পাশেই চলে রান্নাবান্না। বাবা ঠিকা শ্রমিক। বিভিন্ন মিষ্টির দোকানে কিংবা…

7 hours ago

This website uses cookies.