উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সোমবার জম্মু ও কাশ্মীরের সোনমার্গে জেড-মোড় টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সহ অন্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী টানেল পরিদর্শন করেন।
সোনমার্গ বা জেড-মোড় টানেল জম্মু ও কাশ্মীরের অর্থনীতি এবং পর্যটন শিল্পের বিকাশে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। চিন ও পাকিস্তান কাছেই থাকায় ভৌগলিক অবস্থানগত দিক থেকে এই টানেল খুবই গুরুত্বপূর্ণ। এর উদ্বোধন হওয়ায় এখন থেকে সোনমার্গ সারা বছর পর্যটকদের জন্য খোলা থাকবে। এই টানেল লাদাখকে কাশ্মীর উপত্যকার সঙ্গে সংযুক্ত করবে। সড়কপথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। শ্রীনগর থেকে লে যাতায়াতের সময়ও আগের তুলনায় অনেকটা কমবে। লাদাখ অঞ্চলের নিরাপত্তাও নিশ্চিত হবে।
প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সোনমার্গ টানেল প্রকল্পে ২,৭০০ কোটিরও বেশি টাকা ব্যয় হয়েছে। এই প্রকল্পের অংশ জেড মোড় টানেলের দৈর্ঘ্য ৬.৫ কিমি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৬৫০ ফুট উচ্চতায় সেটি নির্মাণ করা হয়েছে। ২০১৫ সালে শুরু হয়েছিল টানেলের নির্মাণকাজ।
তুষারপাত, ভারী বৃষ্টিপাতের কারণে লাদাখ এবং শ্রীনগরের মধ্যে প্রায়ই বন্ধ থাকে সড়ক যোগাযোগ।গান্দেরবাল জেলায় অবস্থিত জেড-মোড় টানেল শ্রীনগর এবং সোনমার্গের মধ্যে সংযোগ বাড়াবে। সারা বছরই এই টানেল দিয়ে যাতায়াত চলবে। সোনমার্গে শীতকালীন পর্যটন, অ্যাডভেঞ্চার স্পোর্টসের বিকাশ হবে। এতে কর্মসংস্থান হবে স্থানীয়দের।