Top News

হাসপাতালে ঢুকে রক্ত সংগ্রহ করছে বেসরকারি ল্যাব! অভিযোগ জমা পড়ল স্বাস্থ্য দপ্তরে

বীরপাড়া: আলিপুরদুয়ার জেলার বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ঢুকে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করছেন বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবের কর্মী। শনিবার রোগীর পরিবারের তরফে এ নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে হাসপাতালের সুপার কৌশিক গড়াইয়ের কাছে। অভিযোগের প্রতিলিপি ব্লক, জেলা ও রাজ্য স্বাস্থ্য দপ্তরেও পাঠানো হয়েছে।

খোদ ল্যাব মালিকদের বীরপাড়ার সংগঠনটিরও অভিযোগ, সুনির্দিষ্ট দু-একটি ল্যাব বীরপাড়া হাসপাতাল থেকে বেআইনিভাবে ওই সুবিধা পাওয়ায় বাকি ল্যাবগুলির কারবারেও প্রভাব পড়ছে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার কৌশিক গড়াই। তিনি জানান, বেসরকারি ল্যাবের কর্মীদের রক্ত সংগ্রহে হাসপাতালে ঢোকার অনুমতি নেই।

প্রসঙ্গত, বীরপাড়া হাসপাতালে বিশেষ কিছু ধরনের রক্তের পরীক্ষার ব্যবস্থা নেই। ভরসা করতে হয় বেসরকারি ল্যাবের ওপর। রক্তের নমুনা সংগ্রহ করে রোগীর পরিজনকে দেওয়ার দায়িত্ব স্বাস্থ্যকর্মীদের। পরিবার ওই রক্ত পছন্দের ল্যাবে পরীক্ষা করাতে পারে।

শনিবার রবি সারকি নামে এক ব্যক্তি হাসপাতাল সুপারকে অভিযোগ জানান, হাসপাতালে ভর্তি থাকা তাঁর দিদির রক্ত পরীক্ষার সুপারিশ করেছিলেন চিকিৎসক। ২১ সেপ্টেম্বর এক বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবের কর্মী রক্ত সংগ্রহে হাসপাতালের ওয়ার্ডে ঢুকে ১ হাজার ৪০০ টাকা দাবি করেন। তিনি রাজি না হওয়ায় ওই কর্মী চিকিৎসকের স্লিপটি নিয়েই চলে যান। সেটি ফেরত না পাওয়ায় শনিবার পর্যন্ত তাঁর দিদির রক্ত পরীক্ষা করা হয়নি। দলগাঁও চা বাগানের বাসিন্দা বিশু টোপ্পোর অভিযোগ, শনিবার হাসপাতালের ওয়ার্ডে ঢুকে এক বেসরকারি ল্যাব কর্মী তাঁর দাদার রক্তের নমুনা সংগ্রহ করেছেন। বিনিময়ে দিতে হয়েছে ১৩০০ টাকা।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Cyclone Remal | ‘রেমাল’ কি আছড়ে পড়বে বঙ্গে? ভয় ধরাচ্ছে মে মাস

শিলিগুড়ি: ২০০৯ সালের ২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘আয়লা’।…

10 mins ago

Siliguri | রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ফেলো শিলিগুড়ির সাত্ত্বিক

সানি সরকার, শিলিগুড়ি: বাইরের গ্রহের বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশ করতে…

33 mins ago

IPL-2024 | গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতল দিল্লি, লখনউকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলেন পন্থরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে আইপিএলের গ্রুপ লিগের যাত্রা শেষ করল দিল্লি…

9 hours ago

Narendra Modi | নরেন্দ্র মোদি লাখপতি নন, নেই বাড়ি-গাড়ি, প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমান কত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর…

10 hours ago

Kylian Mbappe | রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে বড় স্বীকৃতি! এবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব এমবাপের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পিএসজি ছেড়ে এবার কিলিয়ান এমবাপে পাড়ি দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। গত সাত…

11 hours ago

Bangladeshi tourist dead | গাড়ি রোহিনীতে উঠতেই শ্বাসকষ্ট শুরু বাংলাদেশি পর্যটকের, কিছুক্ষণেই সব শেষ

দার্জিলিং: দার্জিলিংয়ের (Darjeeling) পথে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের (Bangladeshi tourist dead)। মৃতের নাম শেখ…

12 hours ago

This website uses cookies.