আন্তর্জাতিক

Canada | খালসা দিবসে হাজির কানাডার প্রধানমন্ত্রী, ভাষণের মাঝেই ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খলিস্তানি জঙ্গিদের কানাডায় (Canada)আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) বিরুদ্ধে। এবার শিখদের মহোৎসবে কানাডার প্রধানমন্ত্রী ভাষণ দিতে উঠতেই চারিদিকে উঠল ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান। সেই স্লোগানের মাঝেই নিজের বক্তব্য রাখেন ট্রুডো।

রবিবার খালসা দিবস (Khalsa day) উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন টরন্টোর (Toronto) শিখরা। হাজারেরও বেশি শিখ একত্রিত হন এই অনুষ্ঠানে। বক্তব্য রাখার সময়ে ট্রুডো কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়কে (Sikh Community) আশ্বাস দিয়ে জানান, তাঁর সরকার যে কোনও মূল্যে শিখদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করে যাবে। শিখদের মূল্যবোধকে সমমর্যাদা দেয় কানাডা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রয়েছে কানাডায়, সেই কথাই বক্তৃতায় তুলে ধরেন তিনি। এমনকি তিনি আরও জানান, কানাডা সবসময় শিখদের বিরুদ্ধে ঘৃণা এবং বঞ্চনার বিরুদ্ধে পাশে থাকবে। পাশাপাশি শিখদের গুরুদ্বার এবং মহল্লাগুলির নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত বছরের শেষদিকে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় ভারতের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ এনেছিলেন ট্রুডো। যদিও এই দাবি অবাস্তব এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছিল ভারত। সেই থেকে খলিস্তানি ইস্যুতে দুই দেশের টানাপোড়েন এখনও অব্যাহত।

Shahini Bhadra

Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Pakistan | ‘ভারত চাঁদে চলে গেল, আর পাকিস্তান…’ কেন এমন বললেন খোদ পাক সাংসদ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারত। উন্নতির পথে এগিয়ে চলেছে…

4 mins ago

Siliguri News | গৃহবধূকে নিয়ে পলাতক প্রেমিক, গ্রেপ্তার করল পুলিশ

শিলিগুড়ি: প্রেমিকের সঙ্গে পালিয়ে শেষ রক্ষা হল না গৃহবধূর। পরিবারের তৎপরতায় শেষ পর্যন্ত শ্রীঘরে ঠাঁই…

20 mins ago

রূপচর্চা থেকে ঘরের কাজ, আর কী কী গুণ আছে কফির?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুধুমাত্র পানীয় হিসাবেই নয়, কফির আরও নানা গুণ রয়েছে। বাড়ির কাজ…

40 mins ago

CM Mamata Banerjee | ‘সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে থাকব’, অবস্থান স্পষ্ট করলেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাতীয় স্তরে ইন্ডিয়া (INDIA) জোটে থাকবেন। বৃহস্পতিবার তমলুকের (Tamluk) তৃণমূল প্রার্থীর…

48 mins ago

CM Mamata Banerjee | ‘নন্দীগ্রামের বদলা আমি নেবই’, চ্যালেঞ্জ মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তমলুকে ২৪-এর লোকসভা ভোটের প্রচারে এসে নন্দীগ্রামের ২০২১ সালের ভোটের কথা…

1 hour ago

Coochbehar Police | প্রবীণ নাগরিকদের সহযোগিতায় ‘সম্মান’ প্রকল্প চালু পুলিশের

কোচবিহার: প্রবীণ নাগরিকদের সহযোগিতার জন্য বিশেষ প্রকল্প চালু করল কোচবিহার জেলা পুলিশ। এই কর্মসূচির নাম…

1 hour ago

This website uses cookies.