রাজ্য

মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা, সামসী রেলগেটে ফ্লাইওভারের দাবি

সামসী: নরক যন্ত্রণার আরেক নাম সামসী রেলগেট। সামসী সহ চাঁচল মহকুমা এলাকার মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই রেলগেট। ঘণ্টার পর ঘণ্টা ধরে রেলগেট বন্ধ হয়ে থাকায় ব্যাপক যানজট তৈরি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। এই সমস্যা সমাধানের জন্য এলাকার বাসিন্দারা ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে আসছেন ভারত স্বাধীনতার পর থেকেই। কিন্তু এ নিয়ে চুপ কেন্দ্র ও রাজ্য সরকার। এতে বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে।

সোমবার সন্ধ্যায় সামসী রেলগেটের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুলছাত্রীর। জানা যায়, রেলগেট বন্ধ থাকায় কিছুটা দূরে শৌচকর্ম করতে গিয়েছিল সে। সেই সময় ডাউন বন্দেভারত এক্সপ্রেস দ্রুতগতিতে এসে তার দেহ ছিন্নভিন্ন করে চলে যায়। এর আগেও রেলগেটের যানজটের কবলে পড়ে দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। বিভিন্ন দুর্ঘটনার জন্য রেলগেটের যানজটকেই দায়ী করেছেন বাসিন্দাদের একাংশ।

সামসী রেলগেটে ফ্লাইওভার নির্মাণের বিষয় নিয়ে ২০২১ সালের ৫ জানুয়ারিতে একদল প্রশাসনিক আধিকারিক পরিদর্শনে এসেছিলেন। ওই প্রতিনিধি দলে ছিলেন জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক খুরশেদ আলম, এডিএম (ভূমি) শম্পা হাজরা, রতুয়া-১ বিডিও সারওয়ার আলি। ওইদিন এসে প্রশাসনিক কর্তারা সরেজমিনে সামসী রেলগেটের দু’পাশ পরিদর্শন করেন। মূলত জমি জটে আটকে রয়েছে ফ্লাইওভার নির্মাণ। তাই জমি দাতাদের নিয়ে সামসী ঘাসিরাম মোড়ে বৈঠক করেছিলেন প্রশাসনিক কর্তারা। কিন্তু ওই আলোচনা বৈঠকে কোনও সমাধান সূত্র বের হয়নি।

রেল সূত্রে জানা গিয়েছে, ফ্লাইওভার নির্মাণের জন্য দু’পাশে প্রচুর জমি লাগবে। ফ্লাইওভার নির্মাণ হলে পাকা বাড়ি ও কয়েকশো দোকান ঘর ভাঙা পড়বে। ফলে অনেকেই গৃহহীন হয়ে পড়বেন। ক্ষতিপূরণ বাবদ কয়েক হাজার কোটি টাকা লাগবে।

এদিকে, উত্তর মালদার সাংসদ থাকাকালীন মৌসম নূর সামসীতে ফ্লাইওভার নির্মাণের জন্য তৎকালীন রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলেন। তাঁর কথায় সাড়া দিয়ে রেলমন্ত্রক সামসীর রেলগেটে ফ্লাইওভার নির্মাণের জন্য প্রায় তিন কোটি টাকা মঞ্জুরও করে। তারপর রেলের তরফে মাপজোখও হয়। ব্যস ওই পর্যন্তই। আর এগোয়নি।

এ নিয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন, ‘সামসীর মানুষ ফ্লাইওভার নির্মাণের জন্য জমি দেননি। তাই ফ্লাইওভার হয়নি।’ তবে সামসী রেলগেটে খুব শীঘ্রই আন্ডারপাস নির্মাণ হবে বলে দাবি খগেনবাবুর।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের এডিআরএম বিজয় কুমার চৌধুরী বলেন, ‘আপাতত সামসী রেলগেটে ফ্লাইওভার হচ্ছে না। তবে রেলগেটের যানজট নিরসনের জন্য একটি যাওয়া ও একটি আসা মোট দু’টি আন্ডারপাস (সাবওয়ে) নির্মিত হবে। তারজন্য রিভাইজড এস্টিমেট চলছে। আন্ডারপাস নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়ার কাজও খুব শীঘ্রই হবে।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

CM Mamata Banerjee | ‘১৩ বছর আগে আজকের দিনে মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম শপথ’, এক্স হ্যান্ডেলে কী লিখলেন মমতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০১১ সাল থেকে ২০২৪। ১৩ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন…

8 mins ago

শমিদীপ দত্ত, শিলিগুড়ি: ফোর লেনের কাজ শুরু হতেই লক্ষ্মীলাভ আশপাশের বাড়ির মালিকদের। চম্পাসারি সেতু থেকে…

21 mins ago

Molestation | যৌন হেনস্তাকাণ্ডে মুখ খুলল বিএসএফ, ঘনিষ্ঠ মুহূর্ত স্বামী দেখে ফেলতেই মিথ্যে অভিযোগ মহিলার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উলুবেড়িয়ায় গৃহবধূকে যৌন হেনস্তা কাণ্ডে এবার মুখ খুলল বিএসএফ। গৃহবধূর অভিযোগ,…

22 mins ago

Theft Case | পরপর চুরি, আতঙ্ক ছড়াচ্ছে শিলিগুড়ি শহরে

শিলিগুড়ি: ক্রেতা সেজে দোকান থেকে বহুমূল্য ঘড়ি চুরি (Theft case) করে চম্পট দিল চোর। শনিবার…

38 mins ago

Siliguri | গরমের ছুটিতে অবৈতনিক ক্লাস প্রধান শিক্ষকের, অভিনব উদ্যোগে খুশি অভিভাবকরা

তমালিকা দে, শিলিগুড়ি: গরমের ছুটি চলছে। তার ওপর রবিবার। স্বাভাবিকভাবে স্কুল ইউনিফর্ম পরা পড়ুয়াদের দেখে…

59 mins ago

Yami Gautam | ইয়ামি-আদিত্যর পরিবারে নতুন সদস্য, সন্তানের নাম কী রাখলেন দম্পতি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইয়ামি গৌতম (Yami Gautam) ও তাঁর স্বামী আদিত্য ধরের (Aditya Dhar)…

1 hour ago

This website uses cookies.