ডিজিটাল ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhopadhyay) হৃদ্যতার কথা সবারই জানা। কিন্তু আজকে হঠাৎ করেই নবান্নে এসে হাজির হলেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাতনামা ব্যক্তিত্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ আজ নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। তবে কী কারণে এই সাক্ষাৎ তা অবশ্য জানা যায়নি। তবে এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির যোগ থাকার সম্ভাবনা নিয়ে ব্যাপক গুঞ্জন সামনে এসেছে। প্রসঙ্গত, মে মাসের শুরুর দিকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও গিয়েছিলেন প্রসেনজিৎ। সেখানেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন তিনি। তবে সেই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। আজকের সাক্ষাৎ নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা নবান্নের তরফ থেকেও কিছু জানা যায়নি। তবে এই সাক্ষাৎ যে যথেষ্ট কৌতূহলের উদ্রেক করেছে, তা নিয়ে কোন সন্দেহ নেই।
মহারাষ্ট্রে হাইভোল্টেজ দিন, জাতীয় নির্বাহীদের বৈঠক ডেকেছে শিবসেনা
মুম্বই: মহারাষ্ট্রে সরকারকে বাঁচাতে কার্যত হিমশিম খাচ্ছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। শনিবার সমস্ত জাতীয় নির্বাহীদের বৈঠক ডেকেছে শিবসেনা। গতকালও...
Read more