ব্যুরো রিপোর্ট: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে উত্তাল উত্তরবঙ্গ (North Bengal)। শুধু বিভিন্ন জেলার জেলা শহরগুলোই নয়, ব্লকে ব্লকেও এদিন ছড়িয়ে পড়েছে প্রতিবাদ। কাতারে কাতারে মানুষ পথে নেমে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার বিচারের দাবিতে সরব হয়েছেন। প্রতিবাদের পুরোভাগে ছিলেন মহিলারা।
মেয়েদের জন্য নিরাপদ রাজ্য চাই, ধর্ষকদের জন্য নয় এই স্লোগানকে সামনে রেখে বালুরঘাটে (Balurghat) প্রতিবাদ মিছিল করে নাগরিকরা। বুধবার সন্ধ্যায় বালুরঘাট শহরের নারায়ণপুর স্টেট বাস স্ট্যান্ড থেকে নাগরিক মিছিল বের হয়৷ যা গোটা শহর পরিক্রমার পর বালুরঘাট থানার সামনে এসে শেষ হয়। এদিনের মৌন মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল পুরুষদের তুলনায় বেশি। আরজি করের ঘটনায় মূল অভিযুক্তদের শাস্তির দাবি করেন তাঁরা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে শামিল হলেন নাগরাকাটার (Nagrakata) সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা। বুধবার সন্ধ্যায় নিজেদের ইউনিফর্মে তাঁরা মোমবাতি হাতে মৌন মিছিলে শামিল হন। মুখ ছিল কালো কাপড়ে বাঁধা। হাতে ধরা ব্যানারে ভয়ঙ্কর নির্যাতনের শিকার মৃত চিকিৎসক তরুণীর ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। নাগরাকাটার স্টেট ব্যাংক লাগোয়া এলাকা থেকে ওই মৌন প্রতিবাদ মিছিলটি মহাদেব মোড়ে এসে শেষ হয়।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বানারহাট (Banarhat) থানার অন্তর্গত গয়েরকাটায় প্রতিবাদে নামেন মহিলারা। শহরের মহিলারা এদিন জমায়েত হয়ে শহর জুড়ে প্রতিবাদ মিছিল করেন এবং অভিযুক্তদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন। মৃত চিকিৎসকের আত্মার শান্তির উদ্দেশ্যে মোমবাতিও জালানো হয়।
আজ সন্ধ্যায় চালসার বাতাবাড়ি (Batabari) ফার্ম বাজারে একটি মৌন মিছিল হয়। মিছিলটি বাতাবাড়ি কিষাণ মান্ডি থেকে বের হয়ে বাতাবারি ফার্ম বাজার হয়ে তরুণ সংঘ পর্যন্ত পথ পরিক্রমা করে ফের কিষাণ মান্ডিতে আসে। মিছিল থেকে ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার করণদিঘি (Karandighi) হাসপাতালের চিকিৎসক নার্স, আশাকর্মীরা কালো ব্যাজ পড়ে প্রতিবাদে শামিল হন। কর্মবিরতি পালনের পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন চিকিৎসকরা।
তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বেলাকোবার (Belakoba) শিকারপুর অঞ্চলের সুস্বাস্থ্য কেন্দ্র থেকে এদিন মোমবাতি মিছিল বের হয়। মিছিলে পা মেলান ডাক্তার, নার্স, শিক্ষক, পড়ুয়া, খেলোয়ার থেকে শুরু করে সমাজের সব অংশের মানুষ। দোষীদের চরম শাস্তির দাবি তোলেন মিছিলকারীরা।
আর জি কর হাসপাতালের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে চ্যাংরাবান্ধায় (Changrabandha) রাস্তায় নামে নাগরিক সমাজ। সীমান্ত এলাকার মেয়েরা কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে দলমত নির্বিশেষে অংশ নেয়। অভিভাবকদের সঙ্গে কিশোর কিশোরী শিশুদেরও দেখা গেছে মিছিলে। চ্যাংরাবান্ধা বাজার বাসস্ট্যান্ড থেকে ভিআইপি মোড়, এশিয়ান হাইওয়ে ধরে মিছিল হয়েছে চ্যাংরাবান্ধা আইটিআই কলেজ চত্বর পর্যন্ত।
আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আজ রাত ৯ টায় পথে নামলেন কুশমন্ডির (Kushmandi) মহিলারা। মহিলারা জানান, নিজেদের বিবেকের তাগিদে ভবিষ্যত ও বর্তমান প্রজন্মের মেয়েদের নিরাপত্তার জন্যই তাঁদের পথে নামতে হল। মিছিলটি দশ নম্বর রাজ্য সড়কের বাসস্ট্যান্ড পর্যন্ত পরিক্রমা করে।
একই ইস্যুতে বুধবার রাতে চোপড়ার (Chopra) দাসপাড়ায় মোমবাতি মিছিল বের করা হয়। স্থানীয়দের একাংশের উদ্যোগে আয়োজিত এই মৌন মিছিলে এলাকার অনেকেই অংশ নেন। দাসপাড়া বাজার থেকে স্থানীয় লালবাজার পর্যন্ত মিছিল পরিক্রমা করে।