Monday, June 5, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গন্যায্য মজুরির দাবিতে খড়িবাড়ির চা ফ্যাক্টরিতে বিক্ষোভ

ন্যায্য মজুরির দাবিতে খড়িবাড়ির চা ফ্যাক্টরিতে বিক্ষোভ

খড়িবাড়ি: সরকারি ঘোষণাই সার, বটলিফ চা ফ্যাক্টরিতে ন্যায্য মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। এমন অভিযোগ তুলে ও ন্যায্য মজুরির দাবিতে সোমবার খড়িবাড়ির মঞ্জুশ্রী চা ফ্যাক্টরিতে বিক্ষোভ দেখাল সিটু অনুমোদিত টি প্রসেসিং ফ্যাক্টরি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়ন। এদিন বিকেলে সংগঠনের সদস্যরা ফ্যাক্টরির গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। উপস্থিত ছিলেন সিটুর দার্জিলিং জেলা সভাপতি গৌতম ঘোষ, জেলা সদস্য সৌগত ঘোষ, শাখা সম্পাদক অশোক মালাকার প্রমুখ।

মঞ্জুশ্রী চা ফ্যাক্টরিতে মোট ২৪ জন স্থায়ী শ্রমিক রয়েছেন। সংগঠনের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের ঘোষণা সত্ত্বেও শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। সরকারের ঘোষণা অনুযায়ী, দৈনিক ৩২৬ টাকা মজুরি শ্রমিকদের দেওয়ার কথা। কিন্তু এই চা ফ্যাক্টরিতে বর্তমানে দৈনিক ২৫৬ টাকা মজুরি দেওয়া হচ্ছে।

অভিযোগ, মালিক পক্ষ শাসকদলের শ্রমিক সংগঠনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দৈনিক ২৭৮ টাকা করে মজুরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিটুর দার্জিলিং জেলা সভাপতি গৌতম ঘোষ জানান, শাসক দলের সঙ্গে মালিক পক্ষের দ্বিপাক্ষিক চুক্তি কোনওভাবে মানবেন না। সরকার ঘোষিত ৩২৬ টাকা মজুরি শ্রমিকদের দেওয়ার দাবি করেন তিনি।

যদিও ফ্যাক্টরি মালিক নিতাই মজুমদারের দাবি, উত্তরবঙ্গের সমস্ত বটলিফ চা ফ্যাক্টরিতে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী মজুরি দেওয়া হচ্ছে। এই বছর থেকে ২৭৮ টাকা ধার্য হয়েছে। চলতি মাস থেকে নতুন হারে মজুরি দেওয়া হবে। সরকারি ঘোষণা অনুযায়ী কোনও সার্কুলার তাঁদের কাছে নেই বলে নিতাই মজুমদার জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments