নাগরাকাটা: অঙ্গনওয়াড়ি কর্মী রেশমা কাছুয়ার খুনে অভিযুক্ত স্বামী রামবিলাস কাছুয়ার ফাঁসির দাবিতে সোমবার থানায় অবস্থান বিক্ষোভে শামিল হল নাগরাকাটার অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা। তাঁরা মিছিল করে এসে থানা চত্বরে জমা দেন। পুলিশের কাছে নিজেদের দাবি দাওয়ার কথা জানিয়ে আসেন। চ্যাংমারি চা বাগানে অবৈধ মদ বিক্রি বন্ধ করার দাবিতেও জোরালো সওয়াল করেন তাঁরা। এদিনের অবস্থান কর্মসূচীতে ওই মহিলাদের সঙ্গে দেখা করতে আসেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর। তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে তার নিন্দে জানানোর কোনও ভাষা নেই। পুলিশ যথোপযুক্ত পদক্ষেপ করছে বলেই আমাদের জানিয়েছে। অভিযুক্তের ফাঁসিই একমাত্র শাস্তি হওয়া উচিৎ।‘
গত শনিবার রাতে মদ্যপ স্বামী রামবিলাস ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী রেশমার ওপর হামলা চালায়। সে রাতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাঁর মৃত্যু হয়। খুনের বিভৎসতা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন বাগানটির অন্য মহিলারাও। এদিন থানার জমায়েতে অংশ নেওয়া সবিতা দর্জি নামে এক অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, ‘ওই ব্যক্তির ফাঁসি চাই। দেখা যাচ্ছে মদের নেশায় আচ্ছন্ন হয়ে এমন অপরাধ করতে অপরাধীদের হাত এক চুলও কাঁপছে না।‘ তৃণমূল কংগ্রেস-এর নাগরাকাটা ব্লক কমিটির সভাপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, ‘সহকর্মীর এমন মৃত্যু কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয়। রেশমার তিন সন্তান রয়েছে। প্রত্যেকেই স্কুল পড়ুয়া। ঘাতক স্বামী জেলে। এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে যাতে প্রশাসন দাঁড়ায় সেই দাবি রাখা হয়েছে। ওঁর এক মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ে। ভবিষ্যতে যাতে ওঁকে সরকারি চাকরি দেওয়া হয় এমন আর্জিও আমরা রেখেছি।‘