পারডুবি: মদের ঠেক বন্ধের দাবিতে প্রতিবাদে সরব হল পারডুবি নাগরিক মঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় মশাল মিছিল করলেন নাগরিক মঞ্চের সদস্যরা। এর মাস খানেক আগে মদের দোকানে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
নাগরিক মঞ্চের সদস্য অক্ষয় কুমার বর্মন জানান, এর আগেও একাধিকবার স্থানীয় প্রশাসন এবং পুলিশকে জানানো হয়েছিল। কিছুদিন বন্ধ থাকলেও প্রশাসনের একটি অংশের মদতে ফের রমরমিয়ে চলে মদের ঠেক। তিনি জানান,পুলিশকে লিখিত অভিযোগ জানানো হয় এদিন। এরপরও প্রয়োজনীয় পদক্ষেপ না করলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। মাথাভাঙ্গার এসডিপিও সুরজিৎ মণ্ডল জানান, মদ বিরোধী অভিযান লাগাতার চলছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial