শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Protest March TMC | বিজেপি-সিপিএমের ষড়যন্ত্র! চাকরি বাতিল নিয়ে কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূলের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। এই ঘটনার পর থেকেই তোলপাড় গোটা রাজ্য। শাসকদল তৃণমূল ও বর্তমান সরকারকে এই চাকরি বাতিলের জন্য দায়ী করেছে বিরোধীরা। নেতাজি ইন্ডোরে সভা করে পালটা মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি বাতিলের জন্য সরাসরি দায়ী করেছেন সিপিএম, বিজেপি,সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। এবার মুখ্যমন্ত্রীর দাবিকে সামনে রেখেই বুধবার কলকাতায় প্রতিবাদ মিছিল করল তৃণমূলের ছাত্র-যুবরা।

বুধবার ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় সরাসরি সিপিএম ও বিজেপিকে দায়ী করে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করল তৃণমূলের ছাত্র-যুব সংগঠন। এদিন কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয় মিছিল। মিছিলে ছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, সায়নী ঘোষ, হাওড়া সদরের যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র সহ ছাত্র-যুব সংগঠনের একধিক নেতা। মিছিল শেষে সভামঞ্চে ভাষণ দিতে গিয়ে চাকরি বাতিলের জন্য বিজেপি-সিপিএমকে তুলোধোনা করেন তৃণাঙ্কুর-সায়নীরা।

এদিন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ বলেন, ‘‘আরজি করের সময়ে সারা রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। সন্দেশখালির সময়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ভ্রান্ত ধারণা তৈরির চেষ্টা হয়েছিল। এখন শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে। আসলে বিজেপি-সিপিএমের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়।’’ একইভাবে তৃণাঙ্কুরও চাকরি বাতিলের পেছনে বিজেপি সিপিএমের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘‘প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যসভার সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য মিলে হাজার হাজার চাকরিরত শিক্ষককে পথে বসিয়েছেন।’’

এদিকে এদিনের মিছিল নিয়েও দলের অন্দরে সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণাঙ্কুরদের। জানা গিয়েছে, লন্ডনের অক্সফোর্ডে কেলগ কলেজে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। অথচ এই ঘটনার প্রতিবাদে কলকাতার বুকে প্রতিবাদ করতে দেখা যায়নি দলের ছাত্র-যুব নেতৃত্বকে। একইভাবে শিক্ষকদের চাকরি যাওয়ার পরেও প্রতিবাদ করতে দেখা যায়নি যুব নেতৃত্বকে। শোনা গেছে এদিন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশের পরেই প্রতিবাদ মিছিল করার কর্মসূচি নেয় তৃণাঙ্কুর সায়নীরা।

দলের একাংশের দাবি, এদিনের মিছিলে ছিল পরিকল্পনার অভাব। বিকেল তিনটেতে মিছিল শুরুর কথা থাকলেও এদিন মিছিল শুরু হয় বিকেল চারটা নাগাদ। মিছিল শুরুর সময় সামনে কোনও ব্যানার ছিল না। কিছুক্ষণ পর ব্যানার এসে পৌঁছায়। তবে এদিনের মিছিলে তরুণ কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

SSC | এসএসসি ভবনের সামনে থেকে উঠল শিক্ষকদের অবস্থান! এবার গন্তব্য শহিদ মিনার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসি ভবনের (SSC Office) সামনে...

SSC | এবার যোগ্য শিক্ষকদের তালিকায় নাম উঠল ববিতা সরকারের, আজ থেকেই যাবেন স্কুলে

গৌরহরি দাস, কোচবিহার: আদালতের রায়েই বিধায়ক তথা প্রাক্তন রাজ্য...

Murshidabad | ৪ কোটি টাকার মাদক পাচার করতে গিয়ে ধৃত ১

পরাগ মজুমদার, ভগবানগোলা: হাজারো বিধিনিষেধের পরেও বদলাচ্ছেন স্বভাব। অল্প...

Madhyamik result | জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন প্রকাশিত হবে না মাধ্যমিকের ফলাফল! কবে বেরবে রেজাল্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বদলে গেল মাধ্যমিকের ফল প্রকাশের...