মালবাজার: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর (এনবিডিডি)এবং (এমএসডিপি) মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় কাজ করেও বকেয়া রয়েছে অর্থ। বিভিন্ন স্তরে আবেদন-নিবেদন করেও লাভ হয়নি।প্রতিবাদে বুধবার থেকে মাল এবং ক্রান্তি ব্লক এলাকার ঠিকাদারেরা মালের বিডিও কার্যালয়ে ধর্নায় বসলেন। ঠিকাদারদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিল বকেয়া থাকায় তাঁরা সমস্যায় পড়েছেন। তাই অবিলম্বে সদর্থক ব্যবস্থা গ্রহণের দাবিতে তাঁরা আন্দোলন শুরু করেছেন।দাবি মেটা না পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তাঁরা।
আন্দোলনকারী ঠিকাদারদের পক্ষে মোস্তাফা আলি বলেন, ‘২০১৭-২০১৮ আর্থিক বছর থেকে শুরু করে বিভিন্ন আর্থিক বছরের উন্নয়নমূলক কাজের অর্থ বকেয়া রয়েছে। এনবিডিডি-র মোট এক কোটি উনিশ লক্ষ টাকা বাকি রয়েছে। অন্যদিকে, এমএসডিপির বকেয়া অর্থের পরিমাণ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকারও বেশি বকেয়া রয়েছে। এদিন প্রায় ৪০ জন ঠিকাদার বিকাল পর্যন্ত আন্দোলনে শামিল হন। এ প্রসঙ্গে মালের বিডিও শুভজিৎ দাসগুপ্ত জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।