পাটনা: রেলে নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে উত্তপ্ত বিহার। রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছে ছাত্র সংগঠন। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন রাস্তা, হাইওয়ে অবরোধ করেছেন বনধ সমর্থকরা। একাধিক জায়গায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে বলে খবর।
রেলে নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বিহার। একে কেন্দ্র করে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ, বিক্ষোভে রণক্ষেত্র চেহারা নেয় গয়া স্টেশন। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। নামানো হয় র্যাফ। জেহানাবাদেও বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। এই ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে খান স্যার নামে এক শিক্ষকের বিরুদ্ধে দায়ের হয়েছে। এফআইআর করা হয়েছে আরও পাঁচ শিক্ষকের বিরুদ্ধে। যদিও খান স্যারের দাবি, হিংসায় কোনও হাত থাকলে তাঁকে গ্রেপ্তার করা হোক। এদিকে, খান স্যারের পাশে দাঁড়িয়েছেন বিহারের জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি।