কোচবিহার: রাজ্যপালের স্বৈরাচারী পদক্ষেপের অভিযোগ তুলে বিক্ষোভে শামিল তৃণমূল। বুধবার তার প্রতিবাদ জানিয়ে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ও গবেষক শাখার তরফে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিন দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা থেকে শুরু করে শিক্ষাবৃন্দ সমিতির কর্মী এবং অন্যান্য নেতৃত্বরাও। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে উপাচার্যহীন থাকায় ক্রমেই সমস্যা বাড়ছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদের। সেকারণে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে, বিশ্ববিদ্যালয় সচল রাখতে এবং পড়ুয়াদের স্বার্থ রক্ষার লক্ষ্যে এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দুলাল হক।
উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য সরকার ও রাজ্যপালের বিরোধ চরমে উঠেছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সংঘাত নিয়ে আলোচনা চলছে সর্বত্রই। এই পরিস্থিতিতেই রাজ্যপালের ‘স্বৈরাচারী পদক্ষেপের’ বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে