বীরপাড়া: সোমবার বীরপাড়ার মাকরাপাড়া চা বাগানের ঐতিহ্যবাহী কালীমন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। সঙ্গে ছিলেন মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা। সন্ধ্যায় মাকরাপাড়া পৌঁছোন তিনি। এদিন মন্ত্রীর মাকরাপাড়া যাওয়ার খবরে জল্পনা শুরু হয়, তিনি বন্ধ রামঝোরা চা বাগানেও ঢুকতে পারেন। অবশ্য শেষ পর্যন্ত তিনি আর রামঝোরা যাননি। রামঝোরা নিয়ে প্রশ্নের জবাবে কোনও মন্তব্যও করতে চাননি তিনি। এনিয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি মান্নালাল জৈনের কটাক্ষ, ভোট নেওয়া ছাড়া চা বাগান শ্রমিকদের সঙ্গে বিজেপির আর কোনও সম্পর্কই নেই। তাই হয়তো নিশীথবাবু রামঝোরা চা বাগানে যাননি। আর গিয়েই বা কী করবেন! চা বাগানের শ্রমিক কর্মচারীদের জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কোনও কিছুই করেনি, অভিযোগ মান্নাবাবুর।
এদিকে, সোমবার রামঝোরা চা বাগানের শ্রমিক কর্মচারিদের ২৪০ টাকা করে জিআর দিয়েছে প্রশাসন। অচল হয়ে পড়া ওই চা বাগানের ১ হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারী সোমবার জিআর নেন। প্রসঙ্গত, রামঝোরা চা বাগানে হঠাৎ করেই তালা পড়ায় বিপাকে পড়েছেন শ্রমিক কর্মচারীরা। এদিন রামঝোরা চা বাগানে যান তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক, জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, আইএনটিটিইউসির জেলা সাধারণ সম্পাদক উত্তম সাহা, তৃণমূলের মাদারিহাট বীরপাড়া ব্লক সভাপতি সঞ্জয় লামা প্রমুখ। চা বাগানের শ্রমিক কর্মচারীদের সঙ্গে কথা বলে তাঁরা বাগান খোলার ব্যাপারে আশ্বাস দেন। শ্রম দপ্তর সূত্রের খবর, ২৭ জানুয়ারি শিলিগুড়িতে রামঝোরা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
আরো পড়ুন : অমর জওয়ান জ্যোতি নিয়ে কী জানাল কেন্দ্রীয় সরকার?