শিলিগুড়ি: চলন্ত অবস্থায় আচমকাই আগুন (Fire) লেগে গেল পুলকারে (Pull car)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) দেবীডাঙ্গায়। জানা গিয়েছে, আগুন লাগার বিষয়টি টের পেতেই গাড়ি থামিয়ে দেন চালক। এরপরই তড়িঘড়ি করে তিনি পুলকারে থাকা স্কুলের ছাত্রছাত্রীদের নামিয়ে ফেলেন। গাড়িতে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে চালক এবং স্থানীয়রা মিলেই গাড়ির আগুন নেভানোর চেষ্টা করেন। এরপরই দমকল বিভাগ ও প্রধাননগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। তবে বরাত জোরে বেঁচে গিয়েছেন চালক সহ ওই পুলকারে থাকা পড়ুয়ারা।
প্রধাননগর থানার পুলিশ গাড়িটিকে আটকে করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির ব্যাটারিতে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবুও গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল।