উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাব এবং হরিয়ানার কৃষকেরা শুক্রবার ‘সংসদ ভবন চলো’ কর্মসূচির ডাক দিয়েছে। জানা গিয়েছে, অরাজনৈতিক কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চা-র ডাকে এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবিতে পায়ে হেটে মিছিল করে সংসদ ভবনে যাওয়ার পরিকল্পনা করেছেন কৃষকেরা। সূত্রের খবর, দুপুর ১ টা নাগাদ পঞ্জাব এবং হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমানা থেকে এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। আর এই মিছিলের খবর পাওয়া মাত্রই বৃহস্পতিবার রাত থেকেই দিল্লি-পঞ্জাব এবং দিল্লি-হরিয়ানা সীমানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার এই মিছিল ঘিরে দিল্লিতে ব্যাপক যানজট হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, এই মিছিল থেকে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের পাশাপাশি ঋণ মকুব, পেনশনের বন্দোবস্ত, বিদ্যুতের বিল বৃদ্ধি না-করার দাবি তুলবেন কৃষকেরা। তবে তাঁদের এই মিছিল মাঝপথেই আটকে দেওয়া হবে বলেও খবর পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, দিল্লি সংলগ্ন পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু সীমান্তে গত ১৩ ফেব্রুয়ারি থেকেই ধর্ণায় বসে রয়েছেন কৃষকদের একাংশ। গত ২১ ফেব্রুয়ারি খানাউড়ি সীমানা থেকে কৃষকেদের একটি মিছিল দিল্লির দিকে অগ্রসর হতেই কাদানে গ্যাসে শেল ফাটিয়েছিল পুলিশ। শুভকরণ সিংহ নামের এক কৃষকের মৃত্যু ঘটেছিল সেই সময়। সেবার ট্র্যাক্টর নিয়ে মিছিল করেছিলেন কৃষকেরা। তবে এবার কৃষকেরা ট্র্যাক্টরের বদলে পায়ে হেঁটে মিছিল করবেন বলে জানিয়েছেন কৃষক নেতা সরওয়ান সিংহ পান্ধের । ইতিমধ্যেই ওই এলাকায় ৪ বা তাঁর বেশিজনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এই মিছিলের অনুমতি মিলবে না বলেই মনে করা হচ্ছে।