উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার অর্থাৎ ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’ (Pushpa 2)। এই সিনেমা ঘিরে তাঁর অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এদিকে সিনেমা মুক্তির আগেই হায়দরাবাদে (Hyderabad) ঘটে গেল বড় দুর্ঘটনা।
বুধবার হায়দরাবাদের একটি থিয়েটারে এই চলচ্চিত্রের একটি প্রিমিয়ার শো ছিল। এমনিতেই শো-তে যোগ দেওয়ার জন্য ঢল নেমেছিল জনতার। তার মধ্যে, অভিনেতার আচমকা উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। জখম হয়েছে তাঁর সন্তানও। ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করা হল খোদ আল্লু অর্জুনের (Allu Arjun) বিরুদ্ধেই। মামলা করা হয়েছে থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগাম খবর না দিয়েই ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ার শোতে এসেছিলেন আল্লু অর্জুন। এতেই, ঘটে যায় বিপত্তি। তাঁর অনুরাগীদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। আগাম খবর না থাকায়, পুলিশের পক্ষেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছিল। হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, তিনি যে থিয়েটারে আসছেন, সেই বিষয়ে থিয়েটার ম্যানেজমেন্ট বা অভিনেতার দলের পক্ষ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি। আল্লু অর্জুন এবং তাঁর দলের জন্য কোনও আলাদা প্রবেশ বা প্রস্থানের ব্যবস্থাও ছিল না। তাঁরা যে সেখানে আসছেন, থিয়েটার ম্যানেজমেন্ট তা আগে থেকে জানত বলেও জানান তিনি। তবে, তারাও পুলিশকে কিছু জানায়নি। বুধবার রাত সাড়ে নটা নাগাদ নিরাপত্তাকর্মীদের সঙ্গে নিয়ে ওই প্রেক্ষাগৃহে এসেছিলেন আল্লু অর্জুন। থিয়েটারের নীচের বারান্দায় প্রবেশ করেন তাঁরা। তাঁকে এক ঝলক দেখার জন্য জনতা সেখানে ভিড় করতে শুরু করে। ভিড়কে সরাতে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। ভিড়ের চাপে শ্বাসরোধ হয়ে সংজ্ঞা হারান রেবতী নামে ৩৫ বছর বয়সি এক মহিলা। অসুস্থ হয়ে পড়ে তাঁর ছেলেও।
মা ও ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই রেবতীর মৃত্যু হয়েছে। তাঁর ছেলেকে উন্নততর চিকিৎসার জন্য আরেকটি হাসপাতালে স্থানান্তর করার সুপারিশ করা হয়। মহিলার পরিবারের পক্ষ থেকে এই ঘটনার জন্য থিয়েটার কর্তৃপক্ষ এবং আল্লু অর্জুনকে দায়ী করা হয়েছে। তারা অভিনেতার কাছে আর্থিক সহায়তাও দাবি করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতেই, ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। যদিও এই মামলার বিষয়ে আল্লু অর্জুন বা থিয়েটার কর্তৃপক্ষ এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।