শনিবার, ১৯ জুলাই, ২০২৫

Quad Leaders | ‘জড়িতদের দ্রুত শাস্তির ব্যবস্থা হোক’, পহেলগাঁও হামলার নিন্দায় সরব কোয়াডের সদস্য দেশগুলি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam terror attack) কড়া নিন্দা করলেন ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত কোয়াড গ্রুপের বিদেশমন্ত্রীরা (Quad Leaders)। এমনকি ওই নৃশংস জঙ্গি হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছেন তাঁরা। এটিকে আন্তর্জাতিক ক্ষেত্রে নয়াদিল্লির একটি বড় কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে কোয়াড বৈঠক। তাতে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও, জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ায়া এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং। সেই বৈঠকের পরই একটি যৌথ বিবৃতিতে (Joint statement) কোয়াডের সদস্যরা সীমান্ত সহ সব ধরনের সন্ত্রাসবাদের (Cross-border terrorism) বিরুদ্ধে এক লড়াই করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এই নিন্দনীয় কাজের সঙ্গে জড়িত অপরাধী, ষড়যন্ত্রকারী এবং আর্থিক দিক দিয়ে সাহায্যকারীদের কোনও বিলম্ব ছাড়াই বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্রকেও আন্তর্জাতিক আইন অনুসারে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানাই।’ আরও বলা হয়, ‘কোয়াড সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থার বিরুদ্ধে, যার মধ্যে সীমান্তবর্তী সন্ত্রাসবাদও অন্তর্ভুক্ত, দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়।’

বৈঠকে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে গত ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার জবাবে শুরু হওয়া ভারতের ‘অপারেশন সিঁদুর’ সহ সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী অভিযানের কথা উল্লেখ করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। সেই অধিকার আমরা প্রয়োগ করব।’ এছাড়াও কোয়াড বৈঠকের ফাঁকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকও করেন বিদেশমন্ত্রী। ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের মূল দিকগুলি নিয়ে আলোচনার পাশাপাশি বিশ্বের ও আঞ্চলিক উন্নয়নের বিষয়েও মতামত বিনিময় করেন তাঁরা।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

China | ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম নদীবাঁধ নির্মান শুরু চিনের! উদ্বেগ বাড়ছে ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বের বৃহত্তম নদীবাঁধ নির্মানের কাজ...

Birbhum | তৃণমূল নেতাকে পরপর বোমা মেরে ‘খুন’! চাঞ্চল্য বীরভূমে

বীরভূম: তৃণমূল কংগ্রেস নেতাকে (TMC leader) লক্ষ্য করে পরপর...

Mallikarjun Kharge | ‘৪২টি দেশ ঘুরলেন, কিন্তু…’, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা খাড়গের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে...

AAIB | ওভারহেড তারে ধাক্কাতেই বিপত্তি! প্রকাশ্যে উত্তরকাশীর কপ্টার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরাখণ্ডের উত্তরকাশীতে গত ৮ মে...