Exclusive

Cooch Behar Panchanan Barma University | পিবিইউতে সমাবর্তন নিয়ে উঠছে প্রশ্ন

কোচবিহার: কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে (Cooch Behar Panchanan Barma University) এবছর সমাবর্তন অনুষ্ঠান হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। বিশ্ববিদ্যালয়ে আগের ইসি মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবছর ১৪ ফেব্রুয়ারি সমাবর্তন হওয়ার কথা। কেবলমাত্র রাজ্যপালের সময় অনুযায়ী তা পরিবর্তন করা হত। গতবছর রাজ্যপালের উপস্থিতিতে ৪ ফেব্রুয়ারি উৎসব অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল। এবারে এখনও ইসি মিটিং হয়নি। ইসি না হওয়ায় কোর্ট মিটিং করাও সম্ভব হচ্ছে না। এতে স্বাভাবিকভাবেই সমাবর্তন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ আব্দুল কাদের সাফেলি বলেন, ‘ওটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’

করোনার কারণে মাঝে দুই বছর সমাবর্তন (Convocation) অনুষ্ঠান হয়নি বিশ্ববিদ্যালয়ে। যে কারণে গত বছর ২০২০-’২২ এই তিন বছরের প্রথম, দ্বিতীয় স্থানাধিকারীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। গতবছর সমাবর্তনে আগের তিন বছর মিলিয়ে মোট ২৮২ জন পড়ুয়াকে স্বর্ণ ও রৌপ্য পদক দেওয়া হয়। এছাড়াও ৩৬ জনকে পিএইচডি ও ২১ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়। তবে এবছর জানুয়ারির অর্ধেক পার হয়ে গেলেও ইসি কমিটির সমস্ত সদস্য না থাকায় মিটিং করা সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে এত অল্প সময়ের মধ্যে আদৌ সমাবর্তন করা যাবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। প্রাক্তন উপাচার্য ডঃ দেবকুমার মুখোপাধ্যায় বলেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল আমরা চেষ্টা করব ১৪ তারিখেই সমাবর্তন করার। যদিও আচার্যের সময় পাওয়ার ওপরে তা নির্ভর করে।’

২০২২ সালের পিএইচডি প্রাপক প্রদীপ কুমার বলেন, ‘সমাবর্তনের জন্য পড়ুয়াদের অনেকেই সারাবছর অপেক্ষা করে থাকে। এই দিনটি আমাদের কাছে অনুপ্রেরণা। সমাবর্তনের ট্র্যাডিশনটা বজায় রাখা উচিত।’ গত বছর যখন সমবর্তন হয়েছিল, তখন এক-দেড় মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল। এবছর সেরকম কিছুই দেখছেন না পড়ুয়ারা।

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Water Crisis | পাম্পহাউস থাকলেও পানীয় জল পৌঁছোয় না অসুরদের গ্রামে

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (PHE Department) পাম্পহাউস রয়েছে বটে। তবে সেখান থেকে ঘরে…

3 mins ago

Boys Hostel | করোনার পর থেকেই বন্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত হস্টেল, চালুর দাবি অভিভাবকদের

সামসী: রাজ্য সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে প্রায় ১ কোটি টাকা আর্থিক সহযোগিতায় সামসী(Samsi) গ্রাম পঞ্চায়েত এলাকার…

8 mins ago

Road accident | ঝিমিয়ে পড়েছিলেন চালক! সিকিমের পথে তিস্তার খাদে গড়িয়ে পড়ল গাড়ি

শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কে লিখুভিরের কাছে তিস্তার খাদে পড়ল…

9 mins ago

Arvind Kejriwal | অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ, তিহাড়ে ফিরলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: তিহাড় জেলে ফিরলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হওয়ায়…

14 mins ago

Exit Poll 2024 | বুথ ফেরত সমীক্ষাকে কটাক্ষ, ২৯৫ আসন পাওয়ার দাবি রাহুলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: 'এটা কোনও এক্সিট পোল নয়, এটি মোদি মিডিয়া পোল…’, বুথ ফেরত…

45 mins ago

Sukanta Majumdar | ‘বুথফেরত সমীক্ষায় বিশ্বাস নেই’, কেন এমন মন্তব্য করলেন সুকান্ত?

সুবীর মহন্ত, বালুরঘাট: বুথফেরত সমীক্ষায় বিশ্বাস নেই। রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচারপর্ব সেরে বালুরঘাটে ফিরে বুথফেরত…

1 hour ago

This website uses cookies.