রাজ্য

Wood Smuggling| কাঠ পাচার রুখতে বন দপ্তরের বিশেষ দল

শিলিগুড়ি: কাঠ ও বন্যপ্রাণ পাচারকারীদের কাছে শীতটাই যেন মুখ্য সময়। কুয়াশা একটু জাঁকিয়ে পড়তেই জঙ্গলে চোরাকারবার বেড়ে যায় কয়েকগুণ। গতবছরও চোরাশিকারিদের উৎপাতে নাজেহাল হতে হয় বন দপ্তরকে(Forest Department)। তবে এবছর আগাম প্রস্তুতি হিসেবে চোরাকারবারি(Wood Smuggling) রুখতে বিশেষ দল গঠন করল বৈকন্ঠপুর বনবিভাগ। জোন ভাগ করে ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি)(Quick response team) গঠন করা হয়েছে। গোটা জঙ্গলে চলবে কড়া টহলদারি।

বনকর্তারা জানাচ্ছেন, জঙ্গলের তথ্য সহ কোনও ঘটনা ঘটলে তা দ্রুত সদর দপ্তরে জানাবে কিউআরটি। বন দপ্তরের বিভিন্ন ডিভিশনে এই প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে ডাবগ্রাম রেঞ্জ এলাকায় গতবছর সব চাইতে বেশি চোরাকারবারিদের আনাগোনা দেখা গিয়েছিল। তাই এই এলাকায় কড়া নজর রাখার নির্দেশ এসেছে। ডাবগ্রামের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদারের বক্তব্য, ‘গত বছর আমরা অনেক চোরাকারবারিকে গ্রেপ্তার করতে পেরেছি। এবার কিউআরটি তৈরি করা হয়েছে। গভীর জঙ্গলে কিউআরটি নজর রাখবে।’

শীতের রাত বাড়তেই কুয়াশার চাদরে মুড়ে যায় জঙ্গল। জবুথবু হয়ে পড়ে বুনোরাও। আর সেই সুযোগেই অবাধে চলে কাঠ পাচার থেকে শুরু করে নানা অপকর্ম। ২০২২ সালে বৈকন্ঠপুর রেঞ্জ থেকে তক্ষক সহ তিন জন, পাখি ও বন্দুক সমেত মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বছর ৮ নভেম্বর একটি একনলা বন্দুক, দুটি কচ্ছপের খোল, জীবন্ত ময়ূর সহ একজনকে গ্রেপ্তার করেছিল ডাবগ্রাম রেঞ্জ। এরপর ১৮ নভেম্বর দুটি একনলা বন্দুক এবং বন্যপ্রানীর দেহ সমেত একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ১০ ডিসেম্বর জঙ্গলে কাঠ কাটার সময় তিনজনকে হাতেনাতে ধরে ফেলে বনকর্মীরা। মধ্যরাতে সেগুন কাঠ কেটে পাচার করে দেওয়া হচ্ছিল। প্রতিবছরই ঠিক একই সমস্যার সম্মুখীন হতে হয় বন দপ্তরকে। তাই কুইক রেসপন্স টিম দিনের পাশাপাশি রাত ও ভোরের দিকে টহল দেবে জঙ্গলে। ভোরের দিকেই বেশি চোরাকারবারি হয় বলে সেই সময়টাতেই থাকবে বিশেষ নজরদারি। ইতিমধ্যে ওই দল কাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে, পিকনিক পার্টিদের সামাল দিতে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে বন দপ্তর। ডাবগ্রাম রেঞ্জের পাশাপাশি বৈকন্ঠপুরের সমস্ত ডিভিশনেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সারুগারার রেঞ্জার স্বপনকুমার রাউতের বক্তব্য, ‘আমরা ডিসেম্বর মাসেই দুটি কাঠের গাড়ি আটক করেছি। যারা চোরাকারবার করত তাদের একটি ট্র্যাক্টরও বাজেয়াপ্ত করেছি। ২৪ ঘণ্টা নজরদারি দল জঙ্গলে কাজ করছে।’

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

বারবার স্কুল ক্যাম্পাসে চিতাবাঘের হানায় আতঙ্ক ডিমডিমায় বীরপাড়া, ৪ মে, আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডিমডিমা…

5 mins ago

Sandeshkhali | ‘ওঁকে ভয় দেখিয়ে বলানো হয়েছে’, গঙ্গাধরের পাশে দাঁড়িয়ে মন্তব্য রেখার

সন্দেশখালি: ‘ওঁকে ভয় দেখিয়ে বলানো হয়েছে’, গঙ্গাধর কয়ালের পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন বসিরহাটের বিজেপি…

13 mins ago

Sandeshkhali | ‘আমার স্বর বিকৃত হয়েছে’ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন গঙ্গাধর কয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) ভাইরাল ভিডিও (Viral video) নিয়ে মুখ খুললেন খোদ গঙ্গাধর…

51 mins ago

Nepal | নেপালের মানচিত্রে ভারতের ৩ এলাকা! নতুন ১০০ টাকার নোট ঘিরে বিতর্ক তুঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন ১০০ টাকার নোট (100 currency note) ছাপিয়েছে নেপাল (Nepal)। নতুন…

51 mins ago

Madhyamik Result | স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার, মাধ্যমিকে ৯০ শতাংশ পেয়ে তাক লাগাল পরিযায়ী শ্রমিকের ছেলে

সিতাই: মাধ্যমিকে(Madhyamik Result) ৯০ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়েছে পরিযায়ী শ্রমিকের(Migrant Worker) ছেলে। তার স্বপ্ন…

56 mins ago

Abhishek Banerjee | ‘বাংলাকে ছোট করার চেষ্টা’, সন্দেশখালির ভিডিও নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে কড়া ভাষায় তোপ দাগলেন তৃণমূলের…

59 mins ago

This website uses cookies.