উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরজি কর কাণ্ডে এবার সিবি আইয়ের তলব করল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে-কে। শনিবার দুপুরে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভীক ও বিরূপাক্ষ। আরজি কর-কাণ্ডের পর ঘটনাস্থলে অভীকের উপস্থিতি নিয়েও একাধিক অভিযোগ ওঠে। তাঁদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে সূত্রের খবর। এই দুই চিকিৎসকের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’-এর অভিযোগ রয়েছে।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরই থ্রেট কালচারে নাম জড়ায় বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ এবং প্রাক্তন আরএমও অভীকের নাম। তাঁদের নামে বর্ধমান মেডিকেল কলেজে ‘দাদাগিরি’ করার অভিযোগ রয়েছে। এরা দুজনেই সন্দীপের ‘ঘনিষ্ঠ’ বলেও অভিযোগ। জুনিয়র ডাক্তারেরা এদের দুজনের বিরুদ্ধে অভিযোগ করতেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্বাস্থ্য ভবন।
অন্য দিকে, ‘উত্তরবঙ্গ লবি’র উঠতি নেতা অভীকের বিরুদ্ধেও ভূরি ভূরি অভিযোগ রয়েছে। চিকিৎসক মহলের একাংশের অভিযোগ, গত কয়েক বছর ধরে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে জেলা স্তরের হাসপাতালে ‘সিন্ডিকেট’ পরিচালনা করতেন অভীক-বিরূপাক্ষরা।

