উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও মেয়ের বিচার চেয়ে আন্দোলনে সামিল হলেন নির্যাতিতার বাবা-মা। বুধবার রাতে মোমবাতি হাতে তাঁরা হাজির হলেন আরজি করে। সেখানে নির্যাতিতা মেয়ের ছবিতে মাল্যদান করেন। সেই সঙ্গে তদন্তের গতিপ্রকৃতি ও পুলিশের ভূমিকা নিয়ে ফের আরও একবার তুলে দিলেন একাধিক প্রশ্ন।
আরজি করের কাণ্ডের প্রতিবাদে বুধবার রাতে আমজনতার কাছে আন্দোলনকারীরা আবেদন জানিয়েছিলেন আলো নিভিয়ে, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শালিল হওয়ার জন্য। সেই আবেদনে সারা দিল গোটা রাজ্য। ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে গোট দেশে। এমনকী বিদেশেও তার আঁচ ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে প্রতিদিনই আন্দোলনের উত্তাপ বাড়ছে। পথে নেমে রাত জেগে প্রতিবাদ করছেন হাজারে হাজারে মানুষ।এবার সরাসরি এই আন্দোলনে সামিল হলেন নির্যাতিতার বাবা-মাও।
এদিন রাত ৯টা বাজতেই পাড়ায়, পাড়ায়, আবাসনে, বাড়িতে, দোকানে লাইট বন্ধ হয়ে যায়। বারান্দায়, ব্যালকনিতে জ্বলে ওঠে প্রতিবাদের মোমবাতি। আলো নিভিয়ে জোরালো প্রতিবাদ জানায় রাজ্যবাসী। অন্ধকারে প্রতিবাদের হাতে হাতে জ্বলে ওঠে মোমবাতি। আবার কেউবা মশাল জালিয়ে প্রতিবাদে শামিল হন। সারা রাজ্যের পাশাপাশি অন্ধকারে ঢেকে যায় কলকাতার বিস্তীর্ণ এলাকা। একই ছবি ছিল আরজি কর হাসপাতালেও। সেখানে মোমবাতি জ্বালিয়ে, মানববন্ধন তৈরি করে, নীরবতা পালন করে প্রতিবাদ দেখানো হয়। মেয়ের ছবিতে মাল্যদান করেন নির্যাতিতার বাবা-মা।